adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় সংগ্রহের পথে সিলেট

downloadক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে সিলেট। তবে দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় পরে ফতুল্লার ম্যাচটি। সকালে বৃষ্টি হওয়ায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয়  দুপুর ২টার পরে।
 
এরপর বাকি সময় ব্যাট করে আরো ৪টি উইকেট হারিয়ে স্কোরশিটে ১১২টি রান যোগ করেছে।  তাতে দিনশেষে সিলেটের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৫২ রান। ক্রিজে আছেন রাহাতুল ফেরদৌস (৫৬) ও এনামুল হক জুনিয়র।  তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। ৫৬ রানে অপরাজিত থাকা সিলেটের ব্যাটসম্যান রাহাতুল ফেরদৌস
 
প্রথম দিনে সিলেটের রুমান আহমেদ ৭০ ও রাজিন সালেহ ৭২ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তারা দুজন ব্যাট করতে নামেন। তবে রাজিন সালেহ বেশিণ টিকতে পারেননি।  দলীয় ২৫৪ ও ব্যক্তিগত ৭৪ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে এলবিডব্লিউর শিকার হন।  ২৫৫ রানে আউট হয়ে যান রুমান আহমেদও। আউট হওয়ার আগে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ৮টি চার ও ৩টি ছক্কার মার ছিল।  দলীয় ৩২৭ রানে আউট হন আবুল হাসান। আর ৩৪৮ রানে অষ্টম উইকেটের পতন ঘটে সিলেটের। এরপর ৩৫২ রান তুলে দিন শেষ করেন রাহাতুল ও এনামুল হক জুনিয়র।

চট্টগ্রামের বোলার নাবিল সামাদ নিয়েছেন ৩টি উইকেট। মিরাজুল হক ও শরীফ উদ্দিন ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান রানা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া