adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকরা আবাসন ও রেশন বরাদ্দ চান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে পোশাক শ্রমিকদের জন্য বাসস্থান ও রেশন সুবিধা নিশ্চিত করতে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছে একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, পোশাক শ্রমিকরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তারা নিজেরা ভাল খাবার পান না, বসবাসযোগ্য বাসস্থানে জীবনযাপন করতে পারনে না।
দেশের স্বার্থেই সরকারকে শ্রমিকদের এসব সমস্যা নিয়ে ভাবতে হবে। সংগঠনের সহসভাপতি মাহবুব আলম বলেন, দেশের গার্মেন্টগুলোয় শ্রমিক হত্যার বিচার না হওয়ায় তাদের জীবন অনিশ্চয়তার মুখে রয়েছে। এতে ‘দুস্কৃতিকারীদের’ সাহস আরো বেড়ে যাচ্ছে।
দেশে বিভিন্ন সময়ে যে শ্রমিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেসব ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সম্পাদক জলি তালুকদার সমাবেশে বক্তব্য দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া