adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রশাসনে আমরা মন্ত্রীরা হলাম কামলা’

Saifuzzaman_jabedডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে সরকারি কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি ডিজিটাইলাইজেশন সিস্টেম ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
এসময় ‘মন্ত্রীরা কামলা’ এমন মন্তব্য করেন তিনি। ভূমি মন্ত্রণালয়কে হীরার চেয়েও দামি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসে এ সিস্টেম চালুর মাধ্যমে দেশের প্রথম ভূমি ডিজিটাইলাইজেশন সিস্টেম চালু হলো। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আমলাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকেই বলে দেশ চালাচ্ছে আমলারা। আমলাদের জন্যই দেশের উন্নয়ন হচ্ছে না। তবে আমি বলতে চাই আমলা ছাড়া দেশ চলতে পারে না। তবে আমলাতান্ত্রিক জটিলতা চলতে পারে না। প্রশাসনে আমলা আর কামলার ভারসাম্য রক্ষা করতে হবে। কেন না আপনারা হচ্ছেন আমলা আর আমরা যারা সাধারণ মানুষ ও মন্ত্রী তারা হচ্ছি কামলা।’
তিনি বলেন, ‘দেশের সব মন্ত্রণালয় থেকে ভূমি অফিসের সেবা নিয়ে মানুষের মধ্যে নানা রকম হয়রানির অভিজ্ঞতা রয়েছে। তবে আমি দায়িত্ব নেয়ার পর থেকে হয়রানিমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। দেশের প্রথম ভূমি ডিজিটাইলাইজড সিস্টেম চট্টগ্রাম থেকে চালু হওয়া- এটিও হয়রানিমুক্ত হওয়ার প্রধান একটি উপায়। এখন আর টেবিলে টেবিলে ঘুরতে হবে না। পর্যায়ক্রমে দেশের সব ভূমি অফিসকে এ সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সেবা নিতে আসা জনগণকে আপনাদের সহযোগিতা করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে ফেলে তথাকথিত ম্যানেজের নামে দুর্নীতিকে উৎসাহিত করবেন না। এ ধরনের কাজ না করে আপনারা ব্যবসায়ী বান্ধব হউন, জনবান্ধব হউন। ভিশন ২০২১ বাস্তবায়নে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারি সকল কাজে স্বচ্ছতা আনুন, কাজে জবাবদিহিতা নিশ্চিত করুন।’
ভূমি নিয়ে অব্যস্থাপনার বিষয়টি দীর্ঘদিনের ফল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন থেকে এ মন্ত্রণালয়ে কোনো জটিলতা থাকবে না। ভূমি মন্ত্রণালয়ে অতীতে কোনো বাজেট না থাকলেও অর্থনৈতিক বিবেচনায় এখন থেকে এ মন্ত্রণালয়ের জন্য আলাদা বাজেট রাখা হচ্ছে। হিরার চেয়েও দামি এই মন্ত্রণালয় কিন্তু কোনো সরকারই এই মন্ত্রণালয়ের উন্নয়নে নজর দেয়নি। যার ফলে দীর্ঘদিন ধরে ভূমি ব্যবস্থাপনায় কোনো উন্নয়ন হয়নি।’
বিদেশি দাতা সংস্থার সমালোচনা করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আগে বিদেশি বড় সাহেবরা আমাদের বিভিন্ন প্রেসক্রিপশন দিয়ে দিতেন। এভাবে চলতে হবে, এভাবে হাঁটতে হবে। এখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় আর ওইসব আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির প্রেসক্রিপশন আমাদের চলতে হয় না। শেখ হাসিনার সরকার বর্তমানে স্বনির্ভর।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক সহিংসতার কারণে দেশের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও জিডিপি সাড়ে ছয় ভাগ উন্নতি হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কারো বাধাই আমাদের দমিয়ে রাখতে পারবে না।’
জাবেদ বলেন, ‘নির্বাচন নিয়ে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে। কিন্তু যারা নির্বাচনে আসেনি তাদের জন্য দেশ এবং জনগণের উন্নয়ন থেমে থাকতে পারে না। অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে শেখ হাসিনার যে নৌকা যাত্রা শুরু করেছে সেই নৌকার যাত্রী আমরা আপনারা সবাই। এই নৌকা যদি ভারসাম্য বজায় রেখে চলে ঠিকমত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে তাহলে ২০২১ সালের আগেই আমরা মধ্য আয়ের দেশে পরিণত হবো।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া