adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যায় চ্যাম্পিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : টি২০ বিশ্বকাপের মূল পর্বে স্বাগতিকদের প্রথম ম্যাচ আজ (মঙ্গলবার)। প্রতিপক্ষ শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।সুপার টেনে বাংলাদেশের সুযোগ কতটুকু? এটাই এখন মুশফিকদের সামনে বড় প্রশ্ন। ক্রিকেটের এই ফরমেটে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স বড্ড ম্লান। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যাপারটা আলাদা। একমাত্র এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের ইতিহাস মনে রাখার মত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সমান দুইটি জয় দুই দলেরই। সাফল্যের হার ৫০ শতাংশ। খেলতে নামার আগে বাংলাদেশের প্রেরণা এই পরিসংখ্যানই।পরিসংখ্যানে সমানে সমান হলেও নিজেদের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই মঠে নামবে বাংলাদেশ। মিরপুরে সোমবার অনুশীলন  শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন অধিনায়ক মুশফিক।তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-পরাজয়ের মিশ্র অভিজ্ঞতা আছে। টোয়েন্টি২০ ক্রিকেটে যেকোনো দল, যেকোনো সময় জয় পেতে পারে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। জানি, জেতা কঠিন হবে। তবে চেষ্টা করব। টোয়েন্টি২০ ক্রিকেটে আমাদের অনেক ম্যাচ উইনার আছে। ওদেরও আছে। প্রতিটি ম্যাচই জয়ের জন্য  খেলব। মঙ্গলবারের ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব।২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচই মুশফিকুর রহিমদের অনুপ্রেরণা। ওই স্বপ্নটাকেই আজ বড় করে দেখতে চায় বাংলাদেশের কোটি কোটি মানুষ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিস গেইলদের থমকে দেয়ার স্বপ্ন  দেখে তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া