adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবিনাশী আগুনে শোকার্ত স্বদেশ

ডেস্ক রিপোর্ট :  ২৫ মার্চ। উত্তাল দিন। প্রকৃতির স্বাভাবিক নিয়মে  সেদিনও সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। তখনও কেউ জানে না কী নৃশংস ও বিভীষিকাময় রাত আসছে বাঙালির জীবনে। ব্যস্ত রাজধানীর মানুষ ক্লান্ত শরীর নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ঘুমের। ঘরে ঘরে অনেকে তখন ঘুমিয়েও পড়েছেন।রাত সাড়ে ১১টায় ক্যান্টনমেন্ট থেকে বের হলো পাকিস্তানি সেনাবাহিনী নামক ঘাতকের দলটি। ছড়িয়ে পড়ল রাজধানী ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। রাতের নীরবতা ভেঙ্গে আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল বুলেটের শব্দ।অপারেশন সার্চলাইট পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতম সে অভিযানে ঢাকাসহ দেশের বড় বড় শহরের প্রায় অর্ধ লাখ নিরীহ-নিরস্ত্র মানুষ মারা যান এক রাতেই। সেই কালরাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার হন হাজারো নারী-পুরুষ। বাদ যায়নি বুকের দুধ খাওয়া শিশুও।মঙ্গলবার ভয়াল সেই ২৫ মার্চ। স্বাধীনতার এতো বছর  পেরিয়ে গেলেও বাঙালি নৃশংস সেই রাতটির কথা ভুলতে পারেনি। বাঙালির মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ এ দেশের বড় শহরগুলোতে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় অর্ধ লাখ ঘুমন্ত মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ থেকে জানা গেছে, শুধু ঢাকায়ই ১৯৭১ সালের এ রাতে প্রায় ২০-২৫ হাজার ঘুমন্ত মানুষকে হত্যা করেছে কাপুরুষ পাকিস্তানি সেনাবাহিনী।মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চের রাত সর্ম্পকে লিখেছেন, সে রাতে সাত হাজার মানুষকে হত্যা করা হয়, গ্রেফতার করা হয় আরো তিন হাজার  লোককে। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি,  দোকান-পাট লুট আর ধ্বংস তাদের  নেশায় পরিণত হলো যেন। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক- শেয়ালের খাবারে পরিণত হলো। সমস্ত বাংলাদেশ হয়ে উঠলো শকুনতাড়িত শ্মশানভূমি।পাইকারি এ গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তানি সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল, তাতে বলা হয়: ১৯৭১ সালের পয়লা মার্চ  থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত এক লাখেরও বেশি মানুষের জীবননাশ হয়েছিল।১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত অপারেশন সার্চলাইট নাম দিয়ে নিরীহ বাঙালি  বেসামরিক  লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীসহ সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।জাতি মঙ্গলবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কালরাত্রি স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিনভর থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে মোমবাতি প্রজ্বালন।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া