adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ কি ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা?

স্পোর্টস ডেস্ক :২৫ মার্চ, ২০১১। ঢাকায় নিউজিল্যান্ডের কাছে হেরে সেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।২৪ মার্চ, ২০১৪। সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই আরেকটি বাঁচা-মরার ম্যাচে নামছে  প্রোটিয়ারা। সেক্ষেত্রে একই প্রতিপক্ষের বিরুদ্ধে রিটার্ন এই ম্যাচটি হতে পারতো প্রতিশোধের মিশন। কিন্তু দক্ষিণ আফ্রিকা শিবিরে তার নাম গন্ধও  নেই। বরং নিজেদের সমস্যাতেই বলয়বন্দি এবি ডি ভিলিয়ার্স- ডেল স্টেইনদের দল। কিন্তু সমস্যা কেন? কারণ দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এখনো অনিশ্চিত। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চোটের জন্য খেলতে পারেননি তিনি। এই ম্যাচেও যে খেলবেন তারও নিশ্চয়তা  নেই। ডেল স্টেইনও পুরো সুস্থ নন।তার ওপর শ্রীলঙ্কা ম্যাচে ভালো জায়গায় থেকেও হেরে যায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, আইসিসির আরেকটি টুর্নামেন্টের শুরুতেই নিজেদের গায়ে সেটে যাওয়া চোকার ভূষণটা প্রমাণ করলো প্রোটিয়ারা। পরোক্ষভাবে এই কথাটা মেনে নিয়ে জেপি ডুমিনি বলছেন, আমাদের এখন চাপ রয়েছে। পরের তিনটি ম্যাচই জিততে হবে। আমাদের তাই সর্বোচ্চ চেষ্টা করতে হবে।অন্যদিকে প্রসন্ন ভাগ্য নিয়েই যেন বাংলাদেশে পা দিয়েছে নিউজিল্যান্ড। এবার তাদের প্রত্যয় থাকবে  বেঙ্গলফোবিয়া কাটিয়ে নিজেদের প্রমাণ করা। সেক্ষেত্রে তাদের শুরুটা হয়েছে চমৎকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ডিএলএফ  মেথডে আনায়াস জয় পেয়েছে তারা। নেই কোন  চোট সমস্যাও। সুতরাং ফুরফুরে মেজাজে মাঠে নামবে তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে টিকে থাকতে একটা মরণ কামড় বসাতে চাইবে, এটা নিশ্চিত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া