adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আপনি এখনও ঘুমান নাই!

10665128_10152716072657590_728500117176132459_nফজলুল বারী : আমাদের প্রিয় একটি মুখ শিল্পী মাসুক হেলাল। সাপ্তাহিক বিচিত্রাসহ দৈনিক বাংলা ভবনে দীর্ঘদিন কাজ করেছেন। এখন কাজ করেন প্রথম আলোয়। তার সঙ্গে আমি কাজ করেছি বিচিন্তায়, জনকন্ঠে। অনেক স্মৃতি তার সঙ্গে আমার। এমন মজার এক মানুষ, এমন পরিশ্রমী একজন মানুষ আমি খুব কম দেখেছি। আমাদের বিচিন্তার টিমে মিনার মাহমুদকে 'মিনার' নামে সম্বোধনের, কোন কাজ পছন্দ না হলে মুখের ওপর সমালোচনার জন্য মাসুক হেলাল, আমান-উদ-দৌলা ছাড়া আর বিশেষ কেউ ছিলেন কী? অনেক দিন দৈনিক বাংলা ভবনে কাজ করায় পচাত্তরের খুনিদের দোস্ত সাংবাদিকদের চেহারা-সুরতও তিনি অনেক ভালো জানেন! আজ বাংলাদেশ সময় সকাল ৬ টায় তাকে অনলাইনে দেখে ফোন করে জিজ্ঞেস করি, আপনি কী এখনও ঘুমান নাই? না ঘুম সেরে জেগে উঠেছেন? প্রথমে মাসুক ভাই চিনতে পারেন নাই। এভাবে চিনতে পারার কথাও না। অনেক বছর পর কথা। পরিচয় দেবার পর জন্য প্রগলভ হয়ে পড়েন! মেলে ধরেন অনেক দিনের জমানো কথার ভাণ্ডার! রাজাকার, পচাত্তরের খুনিদের দোস্তদের দাপটে, আওয়ামী লীগারদের দলবাজিতে আজ পর্যপ্ত জাতীয় প্রেসক্লাবের সদস্য হতে পারেননি তার মতো একজন বরেন্য শিল্পী! কিন্তু তাতে তার কাজ কী থেমে আছে? এখানকার মিডিয়ার পজিটিভ-নেগেটিভ অনেক কথা বললেন মাসুক ভাই। বললেন, কারওয়ান বাজার এলাকায় অনেক মিডিয়া অফিসের পাশাপাশি অনেক খাবারের দোকানও হয়েছে। কাজ শেষে মিডিয়ার ছেলেমেয়েগুলো দল বেঁধে এসব জায়গায় যে খেতে আসে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড, এসব দেখে অনেক চমকে যাবেন, অনেক ভালোও লাগবে বারী। বিচিন্তা অফিসে দুপুরে আলু ভর্তা আর ডাল দিয়ে দল বেঁধে গরম ভাত খাবারের দিন আর নেই। সূত্র : চেতনায় বাংলাদেশ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া