adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খন্দকার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচারের (মানিলন্ডারিং) মামলায় গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।জেলা ও দায়রা জজ মো: জহুরুল হক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন  রোববার শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন তিনি। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।এর আগে গত ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়া হয় খন্দকার  মোশাররফ হোসেনকে। রিমান্ড শেষে ১৬ মার্চ তাকে কারাগারে পাঠিয়ে  দেন ঢাকার সিএমএম্ আদালত।ওইদিন আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহসান আলী। তবে  এ সময় তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান জামিনের আবেদন নাকচ করে খন্দকার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।১৩ মার্চ অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওইদিন রিমান্ড আবেদন উল্লেখ করা হয়, আসামি ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা  গোপন করে যুক্তরাজ্যের একটি ব্যাংকে জমা করেছেন।তবে খন্দকার  মোশাররফ ওইদিন আদালতে মানিলন্ডারিংয়ের বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তিনি বলেন, তার এ টাকা অবৈধভাবে অর্জিত ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে পাচারকৃত নয়। এ টাকা তিনি ১৯৬৯ থেকে ১৯৭৩ পর্যন্ত লন্ডনে পিএইচডি করতে গিয়ে অর্জন করেছেন। আর সে টাকা তিনি সেখানে  শেয়ার বাজারে বিনিয়োগ করে রেখেছেন। ওই টাকাই এতো বছরে প্রায় সাড়ে ৯ কোটি হয়েছে। তিনি বলেন, আমি কোনো মানিলন্ডারিং করিনি। এ অভিযোগ আমার ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। গত ১২ মার্চ রাত সাড়ে ১০টায় আহসান আলীর নেতৃত্বে দুদকের একটি দল খন্দকার মোশাররফকে গুলশান তার নিজ বাসা থেকে আটক করে। এ অভিযানে গুলশান থানা পুলিশ দুদককে সহযোগিতা করে।যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।এজাহারে উল্লেখ রয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ব্যাংকে তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। এ টাকা তিনি বিভিন্ন সময় ১০৮৪৯২ নম্বরে ফিক্সট টার্ম ডিপোজিট হিসেবে জমা করেন।দুদকের অনুসন্ধানে মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হওয়ায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯ ও ২০১২ এর চার ধারায় মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করা হয় বিএনপির হেভিওয়েট এ নেতার বিরুদ্ধে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া