adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে অন্তঃসত্ত্বার মৃত্যু, পালিয়ে গেলেন মালিক ও চিকিৎসক

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২৮ জুলাই, শনিবার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুরে অবস্থিত রূপসী বাংলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ও চিকিৎসক হাসিনা মমতাজ পলাতক রয়েছেন। তাকে অনুসরণ করেছেন হাসপাতালের অন্য কর্মীরাও।

হাসপাতালে মৃত নারীর নাম শেফালী আক্তার (২৪)। তিনি গাজীপুর সদর থানার ইছড় গ্রামের সাকিবুল হাসানের স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

শেফালীর মা আমেনা আক্তার জানান, গত বৃহস্পতিবার বিকেলে প্রসব ব্যথা উঠলে তার মেয়েকে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে অস্ত্রোপচার না করে ব্যথা বাড়িয়ে সাধারণভাবে প্রসব করাতে চিকিৎসক ওষুধ খাওয়ান।

আমেনা আক্তারের ভাষ্য, ওষুধ খাওয়ার পরে ব্যথা বাড়লেও হাসপাতলের চিকিৎসকদের পক্ষ থেকে আর কোনো খোঁজ নেওয়া হয়নি। সেই অবস্থাতেই শনিবার সকালে তার মেয়ের মৃত্যু হয়।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, রূপসী বাংলা হাসপাতালে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই। অদক্ষ চিকিৎসক দিয়েই চলছে হাসপাতালে রোগীদের চিকিৎসা।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল জানান, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর হাসপাতালে গিয়ে কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। মুঠোফোনেও তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া