adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ পুলিশ কর্মকর্তা বদলি ইসির সুপারিশে

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৯১  উপজেলা নির্বাচনের বাকি মাত্র কয়েক ঘণ্টা। এর মধ্যে ৬ উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি)প্রস্তাব মতে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।শনিবার ৬ পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।যাদের বদলি করা হয়েছে তারা হলেন, নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোরে, যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার করে ঢাকা মেট্রোপলিটনে, খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানকে উপ-পুলিশ কমিশনার করে বরিশাল  মেট্রোপলিটনে, লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমানকে খুলনায়, ঢাকার উপ-পুলিশ কমিশনার ইলিয়াস শরীফকে এসপি করে  নোয়াখালীতে ও বরিশালের উপ-পুলিশ কমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে এসপি করে লালমনিরহাটে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান সাক্ষরিত বদলির জন্য সুপারিশকৃত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।রোববার ৯১টি উপজেলায় ভোট হবে। ঢাকার ধামরাই, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, ফরিদপুর; ঝিনাইদহের হরিণাকুণ্ড; নড়াইলের নড়াইল সদর; খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও ফুলতলা; পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া ও জিয়ানগর; টাঙ্গাইলের কালীহাতি, মধুপুর, নাগরপুর ও ভুয়াপুর; হবিগঞ্জের সদর, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই; জয়পুরহাটের পাঁচবিবি; রাজশাহীর তানোর, বাগমারা ও পুঠিয়া।কুষ্টিয়ার দৌলতপুর; পটুয়াখালীর সদর, দুমকী, বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নাসিরনগর; কুমিল্লার মেঘনা ও বরুড়া; চাঁদপুরের শাহরাস্তি;  ফেনীর সোনাগাজী ও ফুলগাজী; দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী; যশোরের সদর ও কেশবপুর, সাতক্ষীরার কলারোয়া, নোয়াখালীর  বেগমগঞ্জ, বাগেরহাট মোল্লারহাট ও চিতলমারী; ভোলার তজুমুদ্দিন,  দৌলতখান ও মনপুরা; বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও বানারীপাড়া; গাজীপুরের কালিয়াকৈর।রাঙ্গামাটির জুড়াছড়ি, সিলেট সদর ও কানাইঘাট; চট্টগ্রামের বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া,  বোয়ালখালী, সাতকানিয়া ও আনোয়ারা; ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাজগঞ্জের চৌহালী, মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, শেরপুরের নালিতাবাড়ী, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা; চুয়াডাঙ্গার জীবননগর, ঝালকাঠী সদর, কাঁঠালিয়া, নলসিটি ও রাজাপুর, বগুড়ার গাবতলী, নেত্রকোনা মদন, কিশোরগঞ্জ ভৈরব, ইটনা, মিঠামাইন, তাড়াইল ও কটিয়াদি; বরগুনার  বেতাগী; কক্সবাজারের রামু ও কুতুবদিয়া; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং গাজীপুরের শ্রীপুর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া