adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ১৯৮৯ সালের ১৯ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার ওপর বোমা হামলার অন্যতম আসামি নাজমুল মাকসুদ মুরাদকে  জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে হাজির করা হলে এর বিচারক হাবিবুর রহমান ভুইয়া তাকে জেল হাজতে পাঠানোর আদেশ  দেন।মুরাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলাটি সাক্ষীর পর্যায়ের রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে বলে আদালত সূত্রে জানা  গেছে।পালিয়ে যাওয়ার ১৮ বছর পর ইন্টারপোল, ইউএস পুলিশ ও এফবিআইয়ের সহযোগিতায় গত বুধবার নাজমুল মাকসুদ মুরাদকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হয়।শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি মাকসুদের বিরুদ্ধে  রেড নোটিশ জারি করার পর ২০১২ সালের ফেব্রুয়ারি  হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষের হাতে  গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর প্রায় ২ বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর বুধবার মালয়েশিয়া বিমানের একটি বিশেষ ফ্লাইটে মুরাদকে হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ বাংলাদেশের সিআইডির কাছে হস্তান্তর করে।বুধবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল বিমান্দবন্দর থেকে সিআইডির গাড়িতে করে সিআইডি কার্যালয়ে কড়া নিরাপত্তার মধ্য নিয়ে আনা হয়  শেখ হাসিনা হত্যাচেষ্টা, পলাশহত্যাসহ ৩ মামলায় পলাতক থাকা এ আসামিকে। ১৯৮৯ সালের ১১ আগষ্ট একটি বেবিটেক্সিযোগে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ধানমণ্ডি ৩২ নম্বর বাড়িতে অতর্কিত  বোমা,  গ্রেনেড হামলা করে। এসময় দুষ্কৃতকারীরা তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাথাড়ি গুলিও করে।এসময় ওই বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে দুষ্কৃতকারীরা বোমা ও গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে ঘটাতে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল ফারুক জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকে।এ ঘটনার পর সে সময়ে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার দিনই ডিউটিরত হাবিলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।মামলায় প্রধান আসামি করা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল ফারুককে (পরে ফাঁসি কার্যকর)। এছাড়া  লে. কর্নেল সৈয়দ আব্দুর রশিদ, মেজর বজলুল হুদা (পরে ফাঁসি কার্যকর),রেজাউল ইসলাম খান ওরপে ফারুক রেজা, হুমায়ুন কবির, কাজী লিয়াকত ওরফে কালা লিয়াকত, মিজানুর রহমান, জর্জ, মো. শাজাহান ওরফে বালু,  গোলাম সরোয়ার ওরফে মামুন, মো. সোহেল ওরফে ফ্রিডম সোহেল (পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী), জাফর আহমেদ মানিক, কাজী ইমাম হোসেন হুমায়ন কবির, খন্দকার আমিরুল ইসলাম কাজল, নাজমুল, মাকসুদ মুরাহসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. খালেকুজ্জামান মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে মোট ১৬ জনকে চার্জশিটভুক্ত আসামি করে চার্জ প্রদান করেন। ওই মামলায় ১৩ নম্বর আসামি নাজমুল মাকসুদ মুরাদ।চাঞ্চল্যকর এ মামলা আদালতে বিচারাধীন থাকলেও ১৬ আসামির মধ্যে অন্য মামলায় মূল আসামি কর্নেল ফারুক ও  মেজর নাজমুল হুদাসহ দুই আসামির বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। বাকি ১৪ আসামির মধ্যে  জেলে রয়েছেন, জর্জ, গোলাম সারোয়ার মামুন, ও ফ্রিডম সোহেলসহ ৩ জন। তবে এখনও এ মামলায় পলাতক রয়েছেন ৫ আসামি। পলাতক থাকা আসামিরা হলেন লে. কর্নেল সৈয়দ আব্দুর রশিদ, রেজাউল ইসলাম খান ওরফে ফারুক রেজা, জাফর আহমেদ মানিক, কাজী ঈমাম হোসেন ইমাম, খন্দকার আমিরুল ইসলাম। জামিনে রয়েছেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, শাজাহান, খন্দকার আমিরুল ও হুমায়ন কবির।সিআইডির এসপি কাহার আকন্দ জানান, শেখ হাসিনা হত্যা চেষ্টা ছাড়াও নাজমুল মাকসুদ মুরাদ আরো দুটি মামলার আসামি। এর মধ্যে তৎকালীন মতিঝিল থানা এলাকার ১০৭/২ পূর্ব বাসাবো এলাকায় মফিজুর রহমানের  ছেলে পলাশকে হামলা করে পিটিয়ে হত্যা মামলা অন্যতম।পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হওয়ার পরই ১৯৯৬ সালের ৩ অক্টোবর স্বপরিবারে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যায় নাজমুল মাকসুদ মুরাদ। যুক্তরাষ্ট্রে অবস্থান কালে নাজমুল মাকসুদ মুরাদ নিজেকে ফ্রিডম পার্টির গুরুত্বপূর্ণ কর্মী বলে পরিচয় দিয়ে রাজনৈতিক আশ্রয় চায়। এ ঘটনার পর ২০১১ সালে আসামি নাজমুল মাকসুদ মুরাদের বিরুদ্ধে রেড  নোটিশ জারি করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া