adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮১টি উপজেলায় ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট : তৃতীয় দফার ৮১টি উপজেলার ভোটগ্রহণ শুরু হয়েছে।শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।পূর্বের দুই ধাপের তুলনায় এ ধাপের নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্ক রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন শান্তিপূর্ণ করতে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে সেনাবাহিনী। নির্বাচনের আগের দুইদিন ও ভোটগ্রহণের দিন এবং পরের দুইদিন নির্বাচনী এলাকায় অবস্থান করবে তারা। অন্যদিকে মাঠে থাকছে র‌্যাব, পুলিশ বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গ্রাম পুলিশ।এছাড়া আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে ৩২৪ জন নির্বাহী ও ৮১ জন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন। থাকছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি। এছাড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছে ইসি। ভোটাররা যেন নির্বিঘেœ ভোটকেন্দ্রে আসতে পারে এবং ভোটপ্রদান করতে পারে সে ব্যাপারের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।তৃতীয় দফায় ৪২ জেলার ৮৩টি উপজেলায় তফসিল ঘোষণা করলেও নির্বাচনী পরিবেশ না থাকায় গাজীপুরের শ্রীপুরের নির্বাচন স্থগিত করেছে কমিশন। এছাড়া সিলেটের  ফেঞ্চুগঞ্জের নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।তৃতীয় দফায় তিন পদে ১ হাজার ১১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে  চেয়ারম্যান প্রার্থী ৪১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২৩ এবং নারী ভাইস চেয়ারম্যান ২৭৭ জন। ৮১টি উপজেলায় মোট ভোটার ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২, নারী ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ জন।। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৪৫৬, ভোট কক্ষ ৩৮ হাজার ১৮৯টি।তৃতীয় দফা নির্বাচনে মোট ৫ হাজার ৪৩৪ জন পর্যবেক্ষক মাঠে রয়েছে। ৮১টি উপজেলার মধ্যে সর্বোচ্চ পর্যবেক্ষক রয়েছ নেত্রকোনার মোহনগঞ্জ ও চট্টগ্রামের চন্দনাইশে। এ দুই উপজেলায় ১৩২ জন করে মোট ২৬৪ পর্যবেক্ষক মাঠে রয়েছে। এছাড়া বেশির ভাগ উপজেলায় ৪০ জন করে পর্যবেক্ষক মাঠে রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।ইসি সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারির নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন। তাই পূর্বের সীমাবদ্ধতাগুলো যাতে তৃর্তীয় ধাপে না দেখা যায় সে ব্যাপারে নির্বাচন পরিচালনাকারীদের নির্দেশ দেয়া হয়েছে।গত দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। এছাড়া কোনো ধরনের গোলমাল দেখা দিলেই নির্বাচন বন্ধ করে দিতে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচনী আইন অনুযায়ী এসব উপজেলায় বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। তা বহাল থাকবে ভোটগ্রহণের ৬৪ ঘণ্টা পর্যন্ত। কোনো ব্যক্তি বা প্রার্থী নিষেধাজ্ঞা অমান্য করলে, অনূন্য ৬ মাস অনধিক ৫ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়া যানচলাচলেও থাকবে নিয়ন্ত্রণ। ওই সময় নির্বাচনী এলাকায় অনুমোদনহীন কোনো যানবাহন চলাচল করতে পারবে না।এছাড়া নির্বাচনকালে কোনো ব্যক্তি কোনো আক্রমনাত্মক কাজ বা বিশৃঙ্খলা এবং  ভোটার বা নির্বাচনী কাজে দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। কোনো ধরনের শক্তি প্রদর্শনও করা যাবে না। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ করে আক্রমনাত্মক কথা বলা যাবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া