adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বই ও বইমেলার প্রতি প্রেম

image_75381_0ঢাকা: শুরু হয়েছে প্রিয় বই মেলা। অন্যসব মেলার চেয়ে বই মেলা যেন সবসময়ই অন্যরকম সবার কাছে। বই মেলা মানেই নিজের দিকে ফিরে তাকানো। নিজেকে জানতে চাওয়া, পৃথিবীকে জানতে চাওয়ার জন্য আমরা বই পড়ি। আমাদের জীবনের রহস্য আর জটিলতা আর সৌন্দর্য আবিস্কারের জন্য আমরা বই পড়ি। বই সবার জন্যই। কিন্তু সবাই বইয়ের জন্য নয়। তাই সকলেই পাঠক নয়, কেউ কেউ পাঠক। তবু বই মেলা এলে সবার মধ্যেই যেন জেগে ওঠে পাঠক সত্ত্বা। আমাদের রঙিন পর্দার তারকারাও এর বাইরে নন। তাদের মধ্যেও সবাই পাঠক নন। কেউ কেউ পাঠক..
বই মেলা ২০১৪ উপলক্ষ্যে এ ভাষার মাসে বই নিয়ে, বই মেলা নিয়ে তারকাদের নিয়ে নিয়মিত আয়োজন থাকবে আমাদের। রুদ্র হকের পরিকল্পনায় আজকের আয়োজনটি করেছেন দেওয়ান পারভেজ

জনপ্রিয় অভিনয় শিল্পী আবুল হায়াত। অভিনেতার  বাইরেও তার আরেকটি পরিচয় তিনি লেখক। গত বছরের মতো এবারও একুশে বই মেলায় তার একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকামিত হতে যাচ্ছে তার বই ‘শোধ’। বইটির প্রচ্ছদ এঁকেছেন লেখকের কন্যা অভিনেত্রী বিপাশা হায়াত।
একুশের বইমেলা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা আবুল হায়াত বলেন, ‘অমর একুশের বই মেলা আমাদের প্রাণের মেলা। প্রতি বছরই এই মেলায় যাওয়া হয়। তবে মাসব্যাপী মেলা চললেও শ্যুটিং ও অন্যান্য ব্যস্থতার কারণে ২-৩ দিন মেলায় যেতে পারি।’
নিয়মিত বই পড়া অভ্যাস থাকায় সব সময়ই সঙ্গে করে বই নিয়ে ঘুরে বেড়ান তিনি। এ প্রসঙ্গে আবুল হায়াত  বলেন, ‘খুব ছোট বেলা থেকেই বই পড়ার অভ্যাস। সময় পেলেই বই পড়ি। এমন কি শ্যুটিং এর ফাঁকেও বই পড়া হয়। তাই আমার সঙ্গে সবসময়ই বই থাকে।’
পছন্দের বই সর্ম্পকে তিনি বলেন, ‘এক সময় গল্প, উপন্যাস আর কবিতার বই বেশি পড়া হতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পছন্দের ধরণটাও বদলে গেছে। এখন মূলত তথ্য নির্ভর এবং অনুবাদের বই বেশি পড়া হয়। তবে নির্দিষ্ট করে বলতে গেলে আনু মুহাম্মদের অনুবাদে অরিয়ানা ফাল্লাচির লেকা ‘হাত বাড়িয়ে দাও’ বইটি খুবই পছন্দের। এছাড়া সুনীলের লেখা যে কোনো বই আমার প্রিয়।’
 
একুশের বইমেলা প্রসঙ্গে অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, ‘বই মেলা হচ্ছে জ্ঞান অন্বেষণের জায়গা। তবে ইন্টারনেটের মাধমেও এই কাজটি করা যায়। প্রতি বছরের মতো এবারও বই মেলায় যাব। তবে ব্যস্ততার কারণে ইচ্ছা থাকলেও প্রতিদিন যেতে পারিনা।’
পছন্দের বই সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট করে বলা অসম্ভব। কারণ পছন্দের তালিকাটা অনেক বড়। তবে সম্প্রতি হুমায়ূন আহমেদের লেখা ‘দেয়াল’ উপন্যাসটা পড়া হয়েছে, যা খুবই ভালো লেগেছে।’
মডেল ও অভিনেত্রী স্বাগতার কাছে বই মেলা মানে, বাবার হাত ধরে বাংলা একাডেমির মাঠ জুড়ে ঘুরে বেড়ানো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বই মেলায় যাওয়ার সঙ্গীও বেড়ে গিয়েছে। তাই কখনও পরিবারের সদস্যদের সঙ্গে কখনও আবার বন্ধুদের হয়েছে বই মেলায় যাওয়া হয়। তবে তারকা খ্যাতি র কারণে একা যাওয়াটা হয়ে উঠে না।
স্বাগতার পছন্দের বই সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ‘পছন্দের বইয়ের সংখ্যা অনেক। মূলত যে গুলো পড়া হয়, সবগুলোই পছন্দের। তবে হুমায়ূন আহমেদ আর জাফর ইকবালের লেখা বই বেশি পছন্দ।
অভিনেতা আলী জাকেরের কাছে একুশের বই মেলা হচ্ছে বাঙালীর আবেগের বহিঃপ্রকাশ। তার প্রমাণ বই মেলায় মানুষেল উপচে পড়া ভীড়। প্রতিবারই এই ভীড়ের মাত্রাটা বেড়েই চলেছে। এর জন্যে অবশ্য নবীন লেখক এবং পাঠকদের ধন্যবাদ দিতে চান এই অভিনেতা।
বই মেলায় যাওয়া হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, প্রায় প্রতিবছরই নিয়ম করে বেশ কয়েকবার বই মেলায় যাওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।’
প্রিয় বই সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় সব ধরণের বই’ই আমার প্রিয়। কারণ প্রিয় বই গুলোই বেছে বেছে পড়া হয়। এর মধ্যে অনুবাদের সংখ্যাটাই বেশি।’
অভিনেত্রী ভাবনার কাছে জানতে চেয়েছিলাম প্রতিবছর বই মেলায় যাওয়া হয় কিনা? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই বইমেলায় যাওয়া হবে এবং একদিন দুইদিন নয় কমপক্ষে ১০ থেকে ১২ দিন বই মেলায় যাওয়া হবে।’
মোটামুটি সব ধরণের বই পড়তে ভালো লাগলেও অনুবাদধর্মী বই ভাবনার প্রথম পছন্দ। এক্ষেত্র কাফকার লেখা কোনো বইয়ের অনুবাদ পেলে অবশ্যই কিনবেন বলে জানান তিনি। এছাড়া শহীদুল জহিরের বইও ভাবনা পছন্দের তালিকা রয়েছে।
নিজের বই প্রীতির কারণ হিসেবে ভাবনা বলেন, আমি একজন লেখকের মেয়ে। তাছাড়া আমার বাসাটা বইয়ের দুনিয়া। তাই বই প্রীতি থাকাটাই স্বাভাবিক।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া