adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে অংশ না নেওয়া দুঃখজনক: রওশন

52e90cc0ed4c2-pic-34_22630_36942বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এটি দুঃখজনক ঘটনা। কিন্তু দলটি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে না, এমনটি নয়।

আজ বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্য রওশন এরশাদ এসব কথা বলেন।

রওশন এরশাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমরা এখানে আসতে পারতাম না। সেজন্য বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এ সময় তিনি আতাউল গণি ওসমানি, এ কে খন্দকার, খালেদ মোশাররফসহ বীর মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে শ্রদ্ধা জানান। এ ছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি স্পিকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

রওশন এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। দেশের বড় সমস্যা রাজনৈতিক। রাজনতিক যে ধারা বিরাজ করছে তা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল কখনও একসঙ্গে বসেনি। তাই প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। বিএনপি নির্বাচনে অংশ নেননি সেটি দুঃখজনক ঘটনা। কিন্তু কোনো দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না, তা তো হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন প্রয়োজন।

বিরোধী দলীয় নেতা বলেন, অনেকে প্রশ্ন তুলছে সরকারে তিনজন মন্ত্রী আবার বিরোধী দলে থেকে কিভাবে তারা ভূমিকা পালন করবে। এটা নতুন কনসেপ্ট। কেয়ারটেকার তো আগে ছিল না। আমরা বিষয়টাকে সেভাবে দেখতে চাই। আমরা বিরোধী দলের ভূমিকা সেভাবে পালন করতে চাই। কতটুকু সফল হব জানি না। তবে আন্তরিকতার ঘাটতি থাকবে না। সরকার ও বিরোধী দল আলাপ আলোচনা করে সমস্যার সমধান করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া