adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো ভারত

image_65919_0হ্যামিলটন: নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো ভারত। আবার প্রমাণ করলো দেশের মাটিতে ভারত বাঘ হলেও বাইরে তারা বেড়াল। টেইলরের শতকেই ধোনি বাহিনী কুপোকাত হয়। হাতে বল রেখেই জয় ছিনিয়ে নেয় কিউইরা। সহজেই ২৭৯ রানের টার্গেট পূরণ করে ব্ল্যাক ক্যাপরা।  
এরফলে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ তে সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। অপর একটি ম্যাচ টাই হয়। 
চতুর্থ ওয়ানডে তে নিউজিল্যান্ডকে ২৭৯ রানের লক্ষ্যমাত্রা টার্গেট দেয় ভারত। খেলার শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখে ব্ল্যাক ক্যাপরা। চার ওভারের মাথায় প্রথম ধাক্কা আসে কোহলির উইকেট পতনে। তখন ভারতের স্কোর ৫/১। টিম সাউদির শর্ট বলে মিড-উইকেটে জিমি নিশামের হাতে ব্যক্তিগত দুই রানের মাথায় ক্যাচ তোলেন তিনি। অন্যদিকে, নয় ওভারের মাথায় ফের কাইল মিলসের শর্ট বলে ফাইন লেগে টিম সাউদির তালুবন্দি হন আজিঙ্ক রাহানে।   
খেলার শুরুতেই ‘মেন ইন ব্লু’র খানিকটা ছন্দপতন হলেও মাঠে নেমে হাল ধরেন রোহিত শর্মা-আম্বাতি রাইডু জুটি। একের পর এক কিউয়িদের শর্ট বলের ধাক্কা সামলে ক্রিজে নিজেদের দাপট বজায় রাখেন তারা। এদের ব্যাটিংয়ে ভর করে শত রানের গণ্ডি পার হবে ভারত।
২৬ ওভারের মাথায় হ্যামিশ বেনেট উইকেট তুলে নেন রাইডুর। এর পর ক্রিজে আসেন রোহিত শর্মা। বাউন্ডারি মেরে ব্যক্তিগত রানের খাতা খোলেন তিনি। ক্রিজে সেট হতে একটু সময় নিলেও এদিন নিজের ২১তম অর্ধশত রান পূরণ করেন রোহিত।
তৃতীয় ম্যাচে দাপট দেখালেও এ দিন চমকপ্রদ কিছু করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিং বিপর্যয়ে এতটুকু বিচলিত না হয়ে নিজস্ব ভঙ্গিতে খেলে চ্যালেঞ্জ দেয়ার মতো স্কোর খাড়া করেন অধিনায়ক ধোনি। তাকে যোগ্য সঙ্গত দেন জাডেজা।
ধোনি ৭৩ বলে ৭৯ রান এবং জাদেজা ৫৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ৫ উইকেট খুইয়ে ভারতের ইনিংস শেষ হয় ২৭৮ রানে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া