adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত

image_74449_0ঢাকা: জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে এ সংক্রান্ত কমিটি। রোববার তথ্য মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রণয়ন কমিটির এই সভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, খসড়া প্রণয়ন কমিটির সভাপতি তথ্যসচিব মরতুজা আহমদ এবং কমিটির সদস্যরা।

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যমের সব স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত কমিটি প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালা তথ্যের বিশ্বায়নের সাথে সম্প্রচার মাধ্যমকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

নীতিমালাটি প্রণয়নের ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানান মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এই নীতিমালা অনুযায়ী একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে। কমিশন সম্প্রচারের লাইসেন্স প্রদানের জন্য সুপারিশ, সম্প্রচারের গুণগত মান নিশ্চিত করা, সম্প্রচারে অন্যায্য ও অনুচিত বিষয়াদি পরিহার করা এবং গোপনীয়তা ক্ষুণ্ণ করে এমন বিষয়াদি পরিহারের বিষয়টি পর্যবেক্ষণ এবং পরিবীক্ষণ করবে।’

তিনি বলেন, ‘বিধিবদ্ধ সংস্থা হিসেবে সম্প্রচার কমিশন গণমাধ্যমে সম্প্রচারিত অনুষ্ঠান, তথ্য এবং বিজ্ঞাপন সংক্রান্ত মান সম্পর্কে জনগণের অভিযোগ গ্রহণ এবং তা নিষ্পত্তিকরণের ব্যবস্থাও গ্রহণ করবে।’

বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সংবিধানের চার মূলনীতির ভিত্তিতে প্রণীত এই নীতিমালা সম্প্রচার জগতকে গতিশীল করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া