adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বাসঘাতক আরব রাষ্ট্রগুলোকে ইতিহাস ক্ষমা করবে না: হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে চুক্তিকারী আরব রাষ্ট্রগুলোকে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি মুক্তি আন্দোলন-হামাসের নেতা ইসমাইল হানিয়া।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত, বাহরাইনের সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তির প্রতিক্রিয়া এমনটা বলেছেন তিনি।

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকারে হামাস নেতা বলেন, ‘ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের চুক্তি শেষপর্যন্ত ওই দেশটিকেই হুমকিতে ফেলবে।’

তিনি বলেন, ‘তাদের চেয়েও আমরা ভালো করে চিনি ইসরায়েলকে। আমরা জানি তারা কীভাবে চিন্তা করে।’

ইসমাইল হানিয়া বলেন, ‘আরব আমিরাতে আমাদের ভাইদের বলতে চাই, এই চুক্তির ফলে তারা পরাজিত হবে। কারণ ইরানের নিকটবর্তী এলাকায় সামরিক ও অর্থনৈতিকভাবে প্রভাব তৈরি করাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য।’

তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) দরজা হিসেবে আপনার দেশকে ব্যবহার করবে। ইসরায়েলের লঞ্চপ্যাড হিসেবে আরব আমিরাত ব্যবহার হোক, সেটি আমরা চাই না।’

হামাস নেতা বলেন, ‘ইহুদিবাদী প্রজেক্ট হচ্ছে সম্প্রসারণবাদী প্রজেক্ট। তারা এর মাধ্যমে বৃহত্তর ইসরায়েল গড়তে চায়। আমরা চাই না, আমিরাতি, বাহরাইনি বা সুদানিরা এই প্রজেক্ট বাস্তবায়নে ব্যবহার হোক।’

তিনি বলেন, ‘ইতিহাস ক্ষমা করবে না। মানুষ ভুলবে না। মানবিক আইন তাদের ক্ষমা করবে না।’

গত মাসে ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে চুক্তি করে আরব আমিরাত ও বাহরাইন।

সুদানসহ আরও দুইটি আরব দেশ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে চুক্তি করতে পারে বলে শোনা যাচ্ছে। সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে গত সপ্তাহে ওয়াশিংটনে ৩০ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স বান্দার বিন সুলতান বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সমঝোতা করার একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি নেতারা।’

ফিলিস্তিনকে ইসরায়েল স্বীকৃতি না দিলে ইহুদি রাষ্ট্রটিকে নয়, সৌদি বাদশাহ সালমানের এ নীতিতে নমনীয়তার লক্ষণ দেখা যায় রাষ্ট্রীয় চ্যানেল আল আরাবিয়াকে দেয়া প্রিন্স বান্দারের সাক্ষাৎকারটিতে।

যুক্তরাষ্ট্রে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূতের ওই সাক্ষাৎকারের পর আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসমাইল হানিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া