adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কথা পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রী – কাইয়ুমকে সন্দেহভাজন বললেন

law-and-orderনিজস্ব প্রতিবেদক : ‘ইতালির নাগরিক তেভেল্লা সিজার হত্যার নির্দেশদাতা বিএনপি নেতা আবদুল কাইয়ুম’ গণমাধ্যমে দেওয়া এ রকম বক্তব্য থেকে সরে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সচিবালয়ে সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এ হত্যায় সন্দেহভাজন আবদুল কাইয়ুম।
মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইতালির নাগরিক হত্যার নেপথ্যের বড় ভাই বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুম।
মন্ত্রীর এই সাক্ষাতকারের ওপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, ‘পত্রিকায় একজনের নাম প্রকাশ হয়েছে। আমরা বলছি সে সন্দেহের তালিকায় রয়েছে। একইসঙ্গে আরও অনেকজনকে সন্দেহ করছি। তবে, সেও (কাইয়ুম) আছে।’
এ সময় সাংবাদিকরা গণমাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যেটা বলেছি, এখনো সেটা রিপিট (পুনরায়) করছি, কাইয়ুম, বিএনপির এক ওয়ার্ড কমিশনার তাকে আমরা সন্দেহের তালিকায় রেখেছি। সে সন্দেহের তালিকায় আছে।’
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি সেভাবে বলিনি।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এই সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া