adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রীর কাছে খবরটা একটু পৌঁছে দাও’

kangalini-sufia-bg20140126105545 copyঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইলেন দেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার বাড়ির রাস্তা উদ্ধারের জন্য এ সহযোগিতা চেয়েছেন তিনি। 

২২ জানুয়ারি বাংলানিউজ বিনোদন টিম সরোজমিনে গিয়ে দেখে কাঙ্গালিনী সুফিয়ার বাড়িতে প্রবেশের রাস্তা আটকে দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। প্রায় আট বছর আগে সাভার রেডিও কলোনির পাশে নবীন মার্কেট মডেল টাউন এলাকায় তিন শতক জমি কিনে একটি টিনসেড বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন এই শিল্পী। 

দীর্ঘদিন বাড়ির রাস্তা নিয়ে ঝামেলা না হলেও সম্প্রতি তিনি রাস্তা নিয়ে পড়েছেন চরম বিপাকে। 

এ বিষয়ে কাঙ্গালিনী সুফিয়া বাংলানিউজকে বলেন আমার এখন কোথাও বের হওয়ার পথ নাই রে বাবা। ওরা আমারে চারদিক দিয়া আটকাইয়া ফেলাইছে। ওরা আমারে এক হাত রাস্তা দেয় নাই।

বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। চোখ মুছতে মুছতে তিনি বলেন, তোমরা শুধু আমার মা জননী শেখ হাসিনার কাছে খবরটা একটু পৌঁছে দাও বাবা। তার সহযোগিতায় আমি বাঁইচা আছি। তিনি প্রতি মাসে আমারে পাঁচ হাজার করে টাকা পাঠান। সেই টাকায় আমার মাস যায়। ওগোরে দুই লাখ টাকা দিলে নাকি ওরা আমারে রাস্তা দিবো। আমি কই টাকা পামু? স্থানীয় চেয়ারম্যান মেম্বারের লগে কথা কইয়াও কোনো লাভ হয় নাই। আমি আমাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাই। 

কাঙ্গালিনী সুফিয়ার বাড়ির পাশ দিয়ে চলাচলের একমাত্র যে রাস্তা আছে তার উপর দেয়াল তুলে দিয়েছে স্থানীয় ভূমি ব্যবসায়ীরা। এমনটিই অভিযোগ করেন সুফিয়ার মেয়ে পুষ্প।

এ বিষয়ে বাংলানিউজের সঙ্গে কথা হয় কাঙ্গালিনী সুফিয়ার এক প্রতিবেশীর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পোলাপাইন এই ঝামেলটা তৈরি করছে। তারা কিন্তু ইচ্ছা করলেই রাস্তাটা ছাইড়া দিতে পারে। কাঙ্গালিনী সুফিয়ার মত একজন শিল্পীর যদি এমন অবস্থা হয় আমাদের তাহলে কি অবস্থা হবে? 

এ বিষয়ে বাংলানিউজ কথা বলার চেষ্টা করে স্থানীয় পৌর কাউন্সিলর মো. মিনহাজ উদ্দিন মোল্লার সঙ্গে। কিন্তু তার সেল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

কাঙ্গালিনী সুফিয়ার বর্তমান অবস্থা, তার জীবন ও গানের জগৎ বিষয়ে বাংলানিউজ একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে যা শিগগিরই প্রকাশ হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া