adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দোষারোপের রাজনীতি বন্ধ করুন

image_72122_0যশোর: সাম্প্রদায়িক হামলা নিয়ে দেশের প্রধান দুই দলের পরস্পরকে দোষারোপ করার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন গণজাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

শনিবার বিকেলে যশোরের চিত্রামোড়ে আয়োজিত গণজাগরণ মঞ্চের গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।

স্বাধীনতার পর গত ৪৩ বছরে এদেশে সাম্প্রদায়িক হামলার একটিরও বিচার হয়নি দাবি করে ডা. ইমরান বলেন, ‘সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলেই দুটি দল পরস্পরকে দোষারোপ করে থাকে। দোষারোপের এ রাজনীতি বন্ধ না করলে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে না। অন্তত একটি হামলার ঘটনার বিচারের মধ্যদিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে।’

এসময় প্রত্যেক পাড়া-মহল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের তাগিদ দেন গণজাগরণমঞ্চের এই মুখপাত্র। একই সঙ্গে তিনি অভয়নগরের মালোপাড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বেশি ক্ষতিগ্রস্ত ১০টির পরিবারকে ২০ হাজার ও বাকি ১০০ পরিবারের ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।  এছাড়া মনিরামপুরে ঋষিপল্লীতে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান।  

যশোর জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে ওই গণসমাবেশে ডা. ইমরান এইচ সরকার আরও বলেন, ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জামায়াত শিবিরের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। তাই জামায়াত শিবিরের রাজনীতি বহাল রেখে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘জামায়াতের জন্ম হয়েছে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে। এ সংগঠনটি পাকিস্তান রাষ্ট্রটিকে ধ্বংস করেছে। এবার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’

জামায়াত শিবিরের সমালোচনা করে ডা. ইমরান সরকার বলেন, ‘এরা বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। আর একটি দল জামায়াতকে মদদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আরেকটি দল ৪৩ বছর ধরে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। জামায়াত শিবিরকে নিষিদ্ধের মধ্যদিয়ে এখন তাদের প্রমাণ করতে তারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেন।’

গণসমাবেশে আরও বক্তব্য দেন- গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু, লাকি আক্তার, মাহমুদুল হক মুন্সী, হাসান তারেক, শাহজাহান আলী সাজু, গণজাগরণ মঞ্চ যশোরের যুগ্ম আহ্বায়ক এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও সদস্য সচির সুকুমার দাস প্রমুখ।

এর আগে অভয়নগর মালোপাড়া পরিদর্শন করেন গণজাগরণমঞ্চের মুখপাত্র। এসময় তিনি সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পক্ষে নতুন আইন পাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত বিচার ট্রাইবুনাল করে তাদের বিচারের আওতায় আনা এবং মালোপাড়ার সংখ্যালঘু পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তার সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি। ডা. ইমরান এইচ সরকার মালোপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও এর খরচ বহনের ঘোষণা দেন। এ জন্যে তিনি প্রাথমিকভাবে দেন নগদ ২ লাখ টাকা।

জামায়াত শিবিরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে এসময় ডা. ইমরান বলেন, ‘ওরা কোনো রাজনৈতিক দল নয়, ওরা সন্ত্রাসী। বারবার জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানালেও তা নিয়ে টালবাহানা করছে সরকার। এদেশের প্রতিটি বিবেকবান মানুষ জামায়াত-শিবিরের ঘৃণ্য কর্মকাণ্ডের ধিক্কার জানায়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া