adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিটলারকে স্যালুট দেননি যিনি

Nhthfg_Ynaqzrffre-ot20140112175844ঢাকা: ‍চাকরি পাওয়ার আশায় যোগ দিয়েছিলেন নাৎসি পার্টিতে। কিন্তু ইহুদি এক নারীর প্রেমে পরার অপরাধে দণ্ড হয় তার। দল থেকেও বহিষ্কৃত হন তিনি।

এ শাস্তির আগ থেকেই ইহুদি নিধনকারী অ্যাডলফ হিটলারের প্রতি নাখোশ ছিলেন ওই জার্মান। ১৯৩৬ সালের ১৩ জুন এক অনুষ্ঠানের একটি আলোকচিত্র তার প্রমাণ দেয়। ওই অনুষ্ঠানে সবাই দাঁড়িয়ে হিটলারকে স্যালুট করলেও তিনি করেননি।

অন্যান্যদের মতো দাঁড়ালেও এক হাত সামনে দিয়ে শ্রদ্ধা জানান নি তিনি। নিজের মতো করে আরামে দাঁড়িয়েছিলেন তিনি। হিটলারকে স্যালুট না করে ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন তিনি নিজের অজান্তেই।

এই ব্যক্তিটি হচ্ছেন অগাস্ট ল্যান্ডমেজার। বাবা-মার একমাত্র সন্তান ছিলেন তিনি। চাকরি পেতে ১৯৩১ সালে তিনি নাৎসি পার্টিতে যোগ দেন। ইহুদি নারী ইরমা ইকলের প্রেম পরলে ১৯৩৫ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তারা নিবন্ধনও করেছিল, কিন্তু ন্যুরেমবার্গ আইন তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়।

১৯৩৭ সালে ল্যান্ডমেজার ও ইকলের ডেনমার্কে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু দুজনই ধরা পরেন। নাৎসি সম্প্রদায় আইনে ল্যান্ডমেজারের বিরুদ্ধে ‘সম্প্রদায়কে অসম্মান’ করার অভিযোগ তোলা হয়। এ মামলায় ১৯৩৭ সালের জুলাইয়ে তাকে দোষী সাব্যস্তও করা হয়।

ল্যান্ডমেজার যুক্তি দেখান, সে বা ইকলের কেউ জানত না, ইকলের পুরোপুরি ইহুদি। তথ্য প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু আদালত সতর্ক করে দেন, তারা যেন একই ভুলের পুনরাবৃত্তি না করে।

ছাড়া পাওয়ার পর প্রকাশ্যে মেলামেশা করতে থাকেন তারা। পরে ১৯৩৮ সালের ১৫ জুলাই তাদেরকে গ্রেফতার করা হয় ও আড়াই বছর কারাদণ্ড দেওয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া