adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুদিনের অপেক্ষায় প্রেক্ষাগৃহগুলো

image_71999_0ঢাকা: গেল বছরটি ছিলো বাংলা চলচ্চিত্রের জন্যে আশা জাগানিয়ার বছর। কারণ ২০১৩ সালে বাংলা চলচ্চিত্র ডিজিটাল যুগে পর্দাপণ করে। এতে করে চলচ্চিত্র নিমার্ণ ও প্রদর্শন ব্যয়ও হ্রাস পায়। সে হিসেবে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যাও অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ার কথা ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে মাত্র ৫৩টি চলচ্চিত্র মুক্তি পায়। যার মধ্যে বেশির ভাগ চলচ্চিত্রই লাভের মুখ দেখতে পারেনি। অনেক ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থও ফেরত পাননি প্রযোজকরা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে ত্রুটিপূর্ণ নির্মাণ পদ্ধতি, নকল গান ও নিম্ন মানের গল্পের কারণেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিনোদনের সবচেয়ে বড় এই মাধ্যমটি। প্রযোজকরা যখন মুনাফা হারাচ্ছেন, তখন প্রেক্ষাগৃহগুলোর কি অবস্থা তা সহজেই অনুমান করা যায়।

তবে আশার কথা হলো চলচ্চিত্রের এই বাঁক পরির্বতনের মাঝেই নতুন একটি দর্শক শ্রেণী গড়ে উঠছে। যারা এক সময় প্রেক্ষাগৃহ বিমুখ ছিলো। আর তাদের উপর নির্ভর করেই ডিজিটাল পদ্ধতিতে একের পর এক চলচ্চিত্র নির্মিত হচ্ছে। তবে বছরের শেষ দিকে এসে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠে। ফলস্বরূপ বড় বাজেটের ছবিগুলো মুক্তির দৌড় থেকে সড়ে দাঁড়ায়। সে সময় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সেই ছবিগুলো মুক্তি দেয়া হবে।

২০১৩ সালের শেষ দিকে বিগ বাজেটের প্রায় তিন ডজন চলচ্চিত্রের শ্যুটিং শেষ হয়েছে। সবগুলো চলচ্চিত্রই এ বছর মুক্তি দেয়া হবে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। তাই রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে সেই ছবিগুলো। তখন আবারো জমজমাট হয়ে উঠবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রায় ৪ শতাধিক প্রেক্ষাগৃহ।

মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলো নিয়ে বেশ আশাবাদি প্রেক্ষাগৃহগুলোও। এ সর্ম্পকে মধুমিতা প্রেক্ষাগৃহে টিকিট বিক্রেতা মোহাম্মদ সেলিম বলেন, ‘হরতাল অবরোধের ইচ্ছা থাকলেও অনেকেই সিনেমা হলে আসতে পারে না। কারণ তখন গাড়িঘোড়া তো চলোই না, এমন কি দর্শককের পকেটে টাকাও থাকে না। যদি হরতাল অবরোধ বন্ধ হয় তখন আবারো আগের মতো দর্শক সিনেমা দেখতে আসবে।’

মুক্তির আগেই আলোড়ন সৃষ্টি করেছে বেশ কয়েকটি চলচ্চিত্র। চলচ্চিত্র সমালোচকদের মতে এই চলচ্চিত্রগুলো মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র সর্ম্পকে দর্শকদের ধারণাই পরিবর্তন হয়ে যাবে। ফলে নির্মাতাদের পাশাপাশি প্রেক্ষাগৃহগুলোও লাভবান হবে। এ সর্ম্পকে রাজমনি সিনেমা হলের টিকিট বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘সিনেমা ভালো হলে, দর্শকও বেশি হয়। তাই যখন কোনো সিনেমা হিট হয়, তখন টিকিট বিক্রির পরিমাণও বেড়ে যায়।’

সম্প্রতি দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও, রাজনৈতিক অস্থিরতা বন্ধ হয় নি। তবে আর সবার মতো চলচ্চিত্র সংশিষ্টদেরও আশা খুব শিগগিরই এই অচলাবস্থা দূর হবে। আমাদের চলচ্চিত্রে নতুন দিনের সূচনা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া