adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্যুটিংয়ে তাদের টক মিষ্টি ঝাল অভিজ্ঞতা

image_71487_0ঢাকা: ছোট বেলায় বাড়ির কাছে কোথাও শ্যুটিং হচ্ছে শুনলে দৌড়ে সেখানে যায় নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে বড় হয়ে যাওয়ার পর নানা ব্যস্ততার কারণে তা আর সম্ভব হয়ে উঠে না। তবে শ্যুটিং নিয়ে সাধারণ মানুষের মাঝে একটা আকষর্ণ সব সময়ই  থাকে। আবার যারা আজকের তারকা তাদেরও প্রথমদিকের শ্যুটিংয়ের গল্পগুলো তাদের জন্য অনেকবেশি মূল্যবান স্মৃতি হয়ে থাকে। বাংলা চলচ্চিত্রে এখন নতুনের যৌবনের হাওয়া বইছে। নতুন নতুন নায়িকার আগমনে বাংলা চলচ্চিত্রের রূপ বদলাতে শুরু করেছে। তাই নবাগতা চার নায়িকার মুখোমুখি হয়েছে বাংলামেইল।  চলচ্চিত্রের শ্যুটিং তাদের সকলের জন্যই নতুন অভিজ্ঞতা। 

রুদ্র হকের পরিকল্পনায় চার নবাগতা নায়িকার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরী করেছেন দেওয়ান পারভেজ।

বাপ্পির কোলে, হাসপাতালে মিষ্টি…

নবাগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের কাছে শ্যুটিং মানেই পিকনিক। এ সর্ম্পকে তিনি বলেন, ‘যতবার শ্যুটিং করতে ঢাকার বাইরে যাই, ততবারই মনে হয় পিকনিক করতে যাচ্ছি। বিশেষ করে শ্যুটিং স্পটে যাওয়ার সময় ইউনিটেরসবার সঙ্গে অনেক মজা হয়।’ শ্যুটিং বিষয়টা শুধুমাত্র মজার তা কিন্তু নয়। শ্যুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতাল পযর্ন্ত যেতে হয়েছিলো মিষ্টি জান্নাতকে। এ সর্ম্পকে তিনি বলেন, ‘একবার শ্যুটিং করতে গিয়ে পা পিছলে মেঝেতে পরে যাই। সেখানে আমার সহশিল্পী হিসেবে ছিলেন বাপ্পি চৌধুরী। তখন বাপ্পিই আমাকে কোলে করে হাসপাতালে নিয়ে যায়।’

সমুদ্রে ঝড়ের কবলে অমৃতা

চিত্রনায়িকা অমৃতা খানের কাছে শ্যুটিংয়ের অভিজ্ঞতা সর্ম্পকে জানতে চাইলে তার সোজাসাপটা উত্তর ‘শ্যুটিং মানেই ক্লান্তি। কারণ একটানা শ্যুটিং করতে করতে শরীরে ক্লান্তি চলে আসে। তারপরও শ্যুটিংটাকে আমার কাছে পিকনিকের মতো মনে হয়। ইউনিটের সবাই মিলে একসঙ্গে অনেক মজা করি।’
তবে শ্যুটিংয়ের খারাপ লাগা বিষয় সর্ম্পকেও জানালেন অমৃতা, যখন আউট ডোরে শ্যুটিং করতে যাই তখন চারপাশে উৎসুক লোকজন ভিড় করে। কিন্তু কিছু কিছু লোক তখন আমাদের সর্ম্পকে বাজে মন্তব্য করে। অথচ তারাই প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের প্রশংসা করে।’
শ্যুটিং নিয়ে ভয়ংকর এক অভিজ্ঞতা রয়েছে অমৃতা খানের। এ সর্ম্পকে তিনি বলেন, ‘গেইম ছবির শ্যুটিং করতে একবার কক্সবাজারের ইনানী বিচে যাই। তখন আবহাওয়া খুবই খারাপ ছিলো। শ্যুটিং শুরু করার সঙ্গে সঙ্গেই ঝড় শুরু হয়। সেই ঝড় আমাদের সেট পযর্ন্ত উড়িয়ে নিয়ে যায়, আর আমরা আশ্রয় নেই একটা পলিথিনের নিচে। এসময় মনে হচ্ছিলো এই বুঝি প্রাণটা গেলো। একসময় ঝড়ের বেগ কমতে শুরু করলে আমরা বেরিয়ে আসি এবং আবারো শ্যুটিং শুরু করি।’
আলিশার শ্যুটিংয়ে রক্তারক্তি কাণ্ড!
শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিশা প্রধান। তারপরও ভক্তদেরকে নিজের অভিজ্ঞতার কথা জানাতে ব্যাকুল। তাই যখনই শ্যুটিং নিয়ে তার অভিজ্ঞতার কথা জানতে চাইলাম, তখনই পাঁচ মিনিট সময় চেয়ে নিলেন। তারপর যা বললেন, ‘কিছুদিন আগে এফডিসিতে অন্তরঙ্গ ছবির মহরতে আমি পারর্ফম করি। সেই অনুষ্ঠানের জন্যে বিশেষ ধরণের একটা পোশাক পড়তে হয়ে ছিলো। যা প্রায় একটানা ১২ ঘন্টা পযর্ন্ত পড়ে ছিলাম। কিন্তু সমস্যা হলো পোশাকটি আমার গায়ের সঙ্গে এমন ভাবে আটকে ছিলো যে আমার শরীরের বিভিন্ন অংশে ছিঁলে যায় এবং রক্ত ঝড়তে থাকে।’ 
ঘটনাটার শেষ কিন্তু এখানেই নয়। পরের দিন আবারো সেই পোশাক পড়ে শ্যুটিং করতে হয় তাকে। এ সর্ম্পকে আলিশা আরো বলেন, ‘পরের দিন সেই পোশাকের সঙ্গেযোগ হয় ছয় ইঞ্চি উঁচু হিল। সে দিন প্রায় ১৫ ঘন্টা এই অবস্থায় শ্যুটিং করতে হয়েছে। শ্যুটিং শেষ করে বাসায় ফিরে দেখি আমার শরীর জুড়ে রক্ত। তারপরও আমরা দর্শক ও ভক্তদের জন্যে কাজ করি। এটাই হচ্ছে শ্যুটিংয়ের মজার অভিজ্ঞতা।’
পিয়া দুই ঘন্টা আটক, চারঘন্টা বাথটাবে…
চিত্রনায়িকা পিয়ার শ্যুটিং বিষয়ক অভিজ্ঞা অনেকটাই লোমহর্ষক। কারণটা তার মুখ থেকেই শুনুন, ‘একবার শ্যুটিং করতে গিয়ে আমাকে দীর্ঘক্ষণ বাথটাবে শুয়ে থাকতে হয়। দীর্ঘক্ষণ বলতে টানা চার ঘন্টা, তাও আবার প্রচন্ড শীতের মধ্যে।  কিন্তু যখনই বাথটাব থেকে নেমে আসলাম পরিচালক জানালেন আমাকে আবারো বাথটাবে নামতে হবে। কারণ শর্টটা আবারো নিতে হবে।’
শ্যুটিং নিয়ে বেশ কিছু মজার অভিজ্ঞতাও রয়েছে পিয়ার। এ সর্ম্পকে তিনি বলেন, ‘শ্যুটিংয়ের প্রয়োজনে আমার হাতে পুলিশের হ্যান্ডকাপ লাগানো। কিন্তু চাবি হারিয়ে যাওয়ায় প্রায় দুই ঘন্টা পযর্ন্ত এই হ্যান্ডকাপ পড়েই বসে থাকতে হয়। পরে অবশ্য সেই চাবি পাওয়া গিয়েছিলো।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া