adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ

image_70323_0ঢাকা: নানা ঘটনা আর বৈচিত্র্যের মধ্য দিয়ে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেলো একটি বছর। আনন্দ, বেদনার ছন্দে পাওয়া না পাওয়ার স্মৃতি-বিস্মৃতির একটি বছর শেষে শুরু হলো ২০১৪।

তবে নতুন এই বছর শুরু হয়েছে ১৮দলীয় জোটের অবরোধের মধ্য দিয়ে। নতুন বছরের প্রথম দিনে অবরোধের মতো একটি কর্মসূচিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের সাধারণ মানুষ। ক্ষমতার দ্বন্দ্বে হরতাল অবরোধের মতো ধ্বংসাত্বক কর্মসূচিতে ক্ষুব্ধ তারা। শুনতে চায় না স্বজন হারানোর কান্না। এজন্য চলমান রাজনৈতিক বিরোধের সুষ্ঠু সমাধানের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

এ নিয়ে বাংলামেইল সঙ্গে কথপোকথনে অনেকেই জানিয়েছেন তাদের সে প্রত্যাশার কথা।

রাজধানীর ফকিরাপুলের চা বিক্রেতা সাজু মিয়া বাংলামেইলকে বলেন, ‘নতুন একটি বছরের প্রথম দিন আজ। অবশ্যই অনেক ভালো লাগছে। পুরনো দিনের স্মৃতিগুলো ভুলে নতুন করে জীবন গড়ার স্বপ্ন নিয়ে দোকান করতে এসেছি। কিন্তু হতাশার বিষয় হচ্ছে নতুন বছরে আনন্দের মধ্যে থাকবে মানুষ। অথচ আমরা আছি অবরোধের মধ্যে।’

এজন্য তিনি বিরোধী দলের পাশাপাশি সরকার দলকেই বেশি দায়ী করেন।

আবুল হাসেম নামে এক রিকশা চালাক বাংলামেইলকে বলেন, ‘আমরা হরতাল অবরোধ চাই না। আমরা চাই শান্তি। দুই দল একত্রে বলে সমস্যার সমাধান করুক। তবেই দেশে শান্তি ফিরে আসবে।’

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রেখে বলেন, ‘আপনারা বলের আমাদের জন্য রাজনীতি করেন। তাহলে আপনাদের কর্মকাণ্ডের বলি আমরা হই কেন? আমাদের ভুলে যাবেন না। আমরাই আপনাদেরকে ক্ষমতায় বাসাই আবার আমরাই আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারি।’

যাত্রীর অপেক্ষায় টেক্সীর সামনে দাঁড়িয়ে থাকা নিজাম উদ্দিন নামের এক ট্র্যাক্সি চালক প্রশ্ন রেখে বলেন, ‘অবরোধ দিবে না কেন? জনগণের অধিকার কেড়ে নিয়ে আপনি ক্ষমতায় যাবেন। আমরা বিরোধী দল চেয়ে চেয়ে দেখবে?’

নতুন বছরের প্রথম দিনে অবরোধ সম্পর্কে জুয়েল দাশ নামে এক যুবক বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অবরোধের মতো একটি কর্মসূচি দিয়েই আমাদেরকে নতুন বছরটি বরণ করতে হয়েছে। এ দিনটি বাদ দিয়েই অন্য কোন দিনে কর্মসূচিটা দিতে পারতো।

এর ফলে নতুন বছর বরণের আনন্দ ম্লাণ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষিণ গেটের ফুটপাতে দর্জি রেখা বেগম বাংলামেইলকে বলেন, ‘হরতাল অবরোধ তো এখন রাজনৈতিকদের ভাষা হয়ে গেছে। এসব কর্মসূচি ঘোষণা করতে না পারলে যেন তাদের ঘুম হয় না। চেয়ে ছিলাম নতুন বছরের প্রথম দিনে কিছু কাজ করে সন্ধ্যায় ভালো করে একটা খাবারের আয়োজন করবো। কিন্তু এখনতো আয় হচ্ছে না। আয়োজনটা করবো কিভাবে?’

তবে এসবের মধ্যেও সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিটি রাজনৈতিক দল দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখবে। তারা কোনো ধরনের রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ চায় না। নতুন বছরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকুক এমনটাই প্রত্যাশা সকলের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া