adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান

image_69894_0ঢাকা: এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যাও।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়ার পর গণমাধ্যমে ফলাফলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন নির্বাচনকালীন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি।

ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে নিম্নে দেশসেরা দশটি বিদ্যালয়ের ফলাফল তুলে ধরা হলো-

এ বছরে জেএসসি পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে রাজধানীর ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী। পাশের হার ৯৯.১৩ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১শ ৪৫৬ জন।

ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১শ ৩৮৩ জন শিক্ষার্থী। পাশের হার ৯৮.৪৬ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৬ জন শিক্ষার্থী।

ফলাফলের দিক থেকে গত দুইবার প্রথম স্থানে থাকলেও এবার তৃতীয় অবস্থানে আছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ প্রতিষ্ঠা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪১৭ জন শিক্ষার্থী। পাশের হার ৯৭.৬৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১২জন।

চতুর্থ স্থানে আছে মাইলস্টোন কলেজ। পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৬২ শিক্ষার্থী। পাশের হার ৯৬.৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮৬৬ জন।

পঞ্চম স্থানে আছে মোহম্মদপুর প্রিপ্রেটোরি হায়ার সেকেন্ডারি স্কুল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০৭ জন। পাশের হার ৯৬.০৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪৪৪ জন।

ষষ্ঠ স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। মোট পরীক্ষার্থী ৩৯৪ জন। এর মধ্যে পাশের হার ৯৫.৫৪ শতাংশ।

সপ্তম স্থানে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা। মোট পরীক্ষার্থী ছিল ৮৩৯ জন। পাশের হার ৯৩.৭৯ শতাংশ।

অষ্টম স্থানে আছে মতিঝিল গভ. গালর্স হাই স্কুল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০১ জন। পাশ করেছে ৯৩.৬৫ শতাংশ।

নবম স্থানে আছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৩০৫ জন। পাশের হার ৯৩.৫৯ শতাংশ।

আর দশম স্থানটি অধিকার করেছে ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটি থেকে এবার সর্বমোট ২৯৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাশের হার ৯৩.৩৮ শতাংশ।

উল্লেখ্য, দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাচ্ছে। এছাড়া পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া