adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন মন্দায়ও ঘুরে দাঁড়ালো সূচক

DSE31012017ডেস্ক রিপাের্ট : টানা চার কার্যদিবসে সূচকের ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা শেষে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে বাজার। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমেছে ২২ কোটি ২১ লাখ টাকা। ডিএসই ও সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ৩১ জানুয়ারি মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, দর কমেছে ১২১টির ও দর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের। এ সময় ২৬ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ৯৫৬ কোটি ৭২ লাখ টাকা।

দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪৭.১৩ পয়েন্ট বেড়ে ৫৪৬৮.৩৪ পয়েন্টে স্থিতি পায়। এছাড়া শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস বেড়েছে ৮.২১ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক বেড়েছে ১৪.৬৯ পয়েন্ট।

ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানি ইসলামি ব্যাংক। দিনশেষে কোম্পানিটির ৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো, প্রতিষ্ঠানটির ৩৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তৃতীয় অবস্থানে থাকা আরএসআরএম স্টিলের ২৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া টার্নওভারে থাকা কোম্পানিগুলোর মধ্যে ডোরিন পাওয়ারের ২৩ কোটি ১২ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২২ কোটি ৭৮ লাখ টাকা, সোস্যাল ইসলামি ব্যাংকের ২২ কোটি ৫১ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের ২১ কোটি ৭৯ লাখ টাকা, লঙ্কাবাংলা ফিন্যান্সের ১৯ কোটি ২১ লাখ টাকা, বারাকা পাওয়ারের ১৮ কোটি ০৫ লাখ টাকা ও ইফাদ অটোসের ১৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০২৭২.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত ছিল ২০টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

এ সময় টার্নওভার তালিকায় শীর্ষে ছিল বেক্সিমকো। এ কোম্পানিটির ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-ইসলামি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অ্যাপলো ইস্পাত, ডোরিন পাওয়ার, এক্সিম ব্যাংক, কেয়া কসমেটিকস ও কনফিডেন্স সিমেন্ট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া