adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ হামলার সম্ভাবনা নাকচ করায় ফরাসি গোয়েন্দা প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল এরিক ভিদাউদ।

বিবিসি জানায়, মাত্র সাত মাস আগে জেনারেল এরিক ভিদাউদ ফরাসি গোয়েন্দা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে ‘অপ্রতুল তথ্য সরবরাহ’ এবং ‘দক্ষতার অভাবের’ জন্য দোষারোপ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার বিষয়ে বার বার সতর্কতা করা হচ্ছিল। যদিও তখন রাশিয়ার পক্ষ থেকে হামলা শুরুর কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছিল। আর সে সুরে সুর মিলিয়েছিলেন ফ্রান্সের গোয়েন্দা প্রধান। তার মতে, ইউক্রেনে রুশ আগ্রাসন অসম্ভব।

এক সূত্রের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, রুশ আগ্রাসন শুরুর পর এর (গোয়েন্দা ব্যর্থতার) জন্য জেনারেল ভিদাউদকে দায়ী করেছিলেন ফ্রান্সের সামরিক প্রধান।

তবে বিবিসিকে দেওয়া তথ্যকারী বার্তা সংস্থা এএফপিকে জানায়, তার (জেনারেল ভিদাউদ) কাজ ছিল ‘অপারেশনের সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করা, পূর্বপরিকল্পনা নয়।’

দেশটির গোয়েন্দা বিশেষজ্ঞ অধ্যাপক আলেকজান্দ্রে পাপাইমানুয়েল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গোয়েন্দা ব্যর্থতার জন্য সামরিক গোয়েন্দাদের দায়ী করা খুব সহজ কাজ। তবে এটি ফ্রান্সের সকল গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট। তাই জেনারেল ভিদাউদকে অন্য কারণেও বাদ দেওয়া হতে পারে।

বিবিসির পক্ষ থেকে দেশটির সামরিক প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য প্রকাশে অপারগতা প্রকাশ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া