adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংকট নিরসনে সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব ইংলাকের

image_61100_0ব্যাংকক: থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে একটি ‘জাতীয় সংস্কার পরিষদ’ গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে কয়েক সপ্তাহের প্রতিবাদ-বিক্ষোভ প্রশমিত না হওয়ার পর বুধবার এ নতুন প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী।সিনাওয়াত্রা বলেন, বিরোধীদলের সংস্কারের দাবি অনুযায়ী সংবিধান সংশোধনের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার আনার লক্ষ্যে এ পরিষদ গঠন করা যেতে পারে। এ পরিষদের কাজ চলার একই সময়ে আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইংলাক বলেন, “জাতীয় পর্যায়ে সংস্কার আনার লক্ষ্যে একটি কর্মকৌশল প্রণয়নের এটাই উপযুক্ত সময়।”কিন্তু নির্বাচনের আগেই সংস্কারের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতারা প্রধানমন্ত্রী ইংলাকের এ ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনকারীদের মুখপাত্র আকানান্ত প্রোমথন বলেছেন, ইংলাক সংস্কারের ব্যাপারে আন্তরিক নন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার আন্তরিকতা প্রমাণের জন্য পদত্যাগ করে সংস্কারের পথ সুগম করতে পারেন।”বিরোধী নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে তারা অংশ নেবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া