adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার বাসা ও অফিস অবরুদ্ধ!

image_69133_0ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ের আশাপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ কাউকে বাসভবন ও কার্যালয়ে আসতে যেতে দিচ্ছে না। অঘোষিতভাবে অবরুদ্ধ করা হয়েছে বেগম খালেদা জিয়া ও কার্যালয়ে অবস্থানরতদের! গুঞ্জন উঠেছে যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে।

এছাড়া রাত ৮ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বড় দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে খালেদা জিয়ার। খালেদা জিয়া নিজ বাসভবন থেকে বের হলেই থাকে গ্রেপ্তার করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

গুলশানের নিজ কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে গুলশানের ৭৯ নম্বর সড়কে বেগম জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আরো জোরদার করা হয়। বাসার রাস্তার উভয় পাশে ব্যারিকেড দিয়ে যানবাহন ও মানুষ চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে ঐ রাস্তা দিয়ে আসা যাওয়া করতে দেয়া হচ্ছে না।

বেলা ১টার দিকে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বাসার অভ্যন্তরে যেতে না দেয়ায় ফেরত যান তিনি। মুঠোফোনে জয়নুল আবদিন ফারুক বাংলামেইলকে বলেন, ‘আমি ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাকে বাসায় ঢুকতে দেয়নি।’

এছাড়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনেও নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ কার্যালয়ে কাউকেই আসতে বা যেতে দিচ্ছে না।

একটি সূত্রে দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। আরো একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর দায় বিএনপির উপর চাপিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের জন্যই এ কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

তবে বিএনপি সূত্র জানিয়েছে, কী কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা তাদের বোধগম্য নয়।

এদিকে গতকাল সন্ধ্যার সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনকে প্রতিহত করতে ২৯ ডিসেম্বর দেশের সব সামর্থ্যবান নাগরিকদের ঢাকা আসার আহ্বান জানিয়ে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ অর্থাৎ ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই সরকার খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করছেন বিএনপি নেতারা।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা খালেদা জিয়ার বাসায় প্রবেশে বাধা দিচ্ছেন না। নিরাপত্তাজনিত কারণে তারা অবস্থান করছেন।

এর আগেও হরতাল ঘোষণার পর গত ৮ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিরোধীদলীয় নেতার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় খালেদা জিয়ার নিরাপত্তা দেয়ার জন্যই বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ওইসময় গুঞ্জন উঠে যেকোনো সময় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে। তাবে তাকে গ্রেপ্তার করা না হলেও ওইসময় চেয়ারপারসনের বাসা থেকে বের হওয়ার সময় তার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউলায় মিন্টু ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে পুলিশ আটক করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া