adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

image_59784_0ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নির্মাণশ্রমিক মিলন (২৫) ও ফারুক (২৮)। মঙ্গলবার সকাল নয়টার দিকে ৩৬৬ উত্তর বাড্ডার ময়নারবাগে (হোসেন মার্কেটের পেছনে) এ ঘটনা ঘটে।
পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নুরুল আলম জানান, বাড়িটির নির্মাণকাজ চলছিল। ফারুক নামের এক ব্যক্তি প্রায় ৩০ বছর আগে জায়গাটি কিনেছিলেন। মঙ্গলবার সকালে শ্রমিকরা সেখানে মাটি কাটছিলেন। নয়টার দিকে মুখোশপরা কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শ্রমিক ফারুক ও মিলনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক নির্মাণ শ্রমিক মাহমুদ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
সহকারি কমিশনার নুরুল আলম বলেন, কাজের ঠিকাদারি অথবা অন্য কোনো কারণেও এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে।
নিহত ফারুকের বাড়ি বরগুনায়। ঘটনাস্থলের পাশেই আরেকটি বাসায় পরিবার নিয়ে তার বসবাস। তার স্ত্রী জেসমিন সাথী পোশাক কারখানায় কাজ করেন। সোহাগ নামের তাদের পাঁচ বছর বয়সি এক সন্তান আছে।
জেসমিন সাথী জানান, সকাল আটটার দিকে তার স্বামী বাসা থেকে বের হওয়ার আগে বলছিলেন শরীর অসুস্থ হওয়ায় কাজে যাবেন না। পরে তার মোবাইলে একটি ফোন এলে তিনি বের হন। এর কিছু সময় পর বাসার আশপাশের লোকজন বলতে থাকেন- ‘ফারুকরে মারতাছে’। বাইরে গিয়ে তিনি জানতে পান, ফারুককে পাশের একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে গিয়ে তার দেখা পাননি। নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে শাশুড়িসহ বাসার অন্যদের কান্না দেখে তিনি জানেন তার স্বামী আর নেই।
স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে জায়গার মালিক ফারুকের বরাত দিয়ে বলেন, দুই দিন আগে ইন্টারনেট থেকে ফারুকের নম্বরে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া