adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে এখনো আশার আলো দেখেছেন কর্মকর্তারা

bffক্রীড়া প্রতিবেদক : ‘বাংলাদেশের ফুটবল: বাস্তবতা ও করণীয় ’ শিরোনামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন ( বিএসজেএ ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরি কনফারেন্স সেন্টারে সেমিনার অনুষ্ঠিত হয়। বাফুফে,ক্লাব কর্মকর্তা, কোচ, রেফারি, সাবেক ফুটবলার ও সাংবাদিকদের বক্তব্যে বেশ প্রাণবন্ত অনুষ্ঠান হয়। ব্যর্থতা কাটিয়ে ফুটবল উন্নয়নের পথে হাঁটবে এমন আশাবাদ নিয়ে শেষ হয় অনুষ্ঠান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসজেএ’র সিনিয়র সদস্য ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার। সেমিনার সঞ্চালনা করেন বিএসজেএ সধারণ সম্পাদক রায়হান আল মুঘনী এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মন্ডল।
বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম বলেন,‘ সবার অবহেলাতেই ফুটবলের আজকের এই দশা। আট বছরে ১৩ জন কোচ বরখাস্ত হয়েছে। এর অর্থ সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যর্থতার জন্য প্রধান নির্বাচক পদত্যাগ করেছেন। আমাদের ফুটবলেও জবাবদিহিতা প্রয়োজন। ’
প্রথম আলোর উপ ক্রীড়া সম্পাদক ও বিএসজেএ’র সদস্য পবিত্র কুন্ডুর মতে,‘ বাংলাদেশের ফুটবল পিছিয়ে পড়ার অন্যতম কারণ রাজনৈতিক। দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী-মোহামেডানও রাজনৈতিক প্রভাব বিদ্যমান। যার প্রভাব পড়ছে দেশের ফুটবলে। ’
উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হক তৃণমূল ফুটবলের ব্যাপারে বলেন,‘ তৃণমূল বলতে মূলত ৬-১২ বছর। এই পর্যায় থেকেই কাজ শুরু করতে হবে। শিক্ষিত ফুটবলার তৈরি করতে হবে। ’ কোচিং এডুকেশন নিয়ে মারুফ বলেন,‘ ভূটান গত চার বছরে ১২ টি সি লাইসেন্স, চারটি বি লাইসেন্স, তিনটি গ্রাসরুট ও তিনটি অ্যাডভান্সড গ্রাসরুপ প্রোগ্রাম করেছে। সেখানে বাংলাদেশ গত চার বছরে দুইটি সি লাইসেন্স ও একটি বি লাইসেন্স করেছে। ’
ডেইলি স্টারের ক্রীড়া সম্পাদক আল আমিন বলেন,‘ বাফুফে ফুটবল উন্নয়নের জন্য পরিকল্পনা করছে। এই পরিকল্পনাগুলো বাফুফের অংশীদারদের অনুমোদন দিতে হবে। না হলে এই পরিকল্পনা সফল হবে না। ’ তিনি ক্লাবের বিষয়টি জোর দিয়েছেন,‘ ফুটবলের এই অবস্থায় দাড়িয়ে ক্লাবগুলো কি ভাবছে ? ক্লাবগুলো ফুটবল উন্নয়নের জন্য আন্তরিক না হলে দেশের ফুটবল এগুনো সম্ভব হবে না। ’
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন,‘ শুধু সভাপতির সমালোচনা নয়, ফুটবলের ব্যর্থতার জন্য বাফুফের সাব কমিটিরও দায় নিতে হবে। ’
সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন,‘২০০৮ সালে এক ঝাঁক সাবেক ফুটবলার আসার পর আমরা অনেক প্রত্যাশা করেছিলাম। আট বছরে কাঙ্খিত উন্নয়ন না হলেও পরবর্তী তিন বছর হবে সেটা মানা কঠিন। এর পরেও আমরা আশাবাদী ফুটবলে তৃণমূলে কাজ ও উন্নয়ন হবে। ’
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস বাফুফেকে একটি সঠিক পরিকল্পনা সরকারের কাছে জমা দেয়ার আহবান জানান।
বিএসজেএ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্ষীয়ান সাংবাদিক কামরুজ্জামান বাফুফেকে ইতিহাস সংরক্ষণের আহবান জানান। তা না হলে, ভবিষ্যত প্রজন্ম দেশের ফুটবল সম্পর্কে কোন কিছুই জানতে পারবে না এমনই অভিমত ব্যক্ত করেন।
বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরী বলেন, এই ব্যর্থতার দায়ভার শুধু কাজী সালাউদ্দিনের একার নয়, এই ব্যর্থতা পুরো কমিটির। তৃণমূল থেকে ফুটবলার বের করে আনার জোর দেন তিনি।
বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ফুটবলের উন্নয়নে সকলকে মিলে মিশে কাজ করতে হবে।
সবশেষ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই সেমিনার থেকে পাওয়া পরামর্শগুলো অনুসরণ করার আশ্বাস দেন। সেই সাথে দেশের ফুটবলের এই ব্যর্থতার দায়ভার স্বীকার করেন বাফুফে সভাপতি।
এছাড়া, সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ফিফা রেফারী আজাদ রহমান, জেলা সংগঠক জাকির হোসেন চৌধুরী, টাঙ্গাইলের আতিকুর রহমান জামিল, রহমতগঞ্জের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সবুজ, মোহামেডান ফুটবল দলের সাবেক ম্যানেজার এসএম ফারুক এবং বিএসজেএ সদস্য আবু সাদাত। এই সেমিনারে উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিএসজেএ সদস্য, ক্রীড়া সাংবাদিক এবং ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া