adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের খাদ্য উৎপাদন বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত

image_59052_0ঢাকা: জনসংখ্যা বৃদ্ধির উচ্চহারের কারণে আসন্ন বিপর্যয়ের ভবিষ্যদ্বাণীকে অগ্রাহ্য করে, বাংলাদেশ কৃষি উৎপাদনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতি লাভ করেছে৷ স্বাধীনতার পর চার দশকে বাংলাদেশের ধান উৎপাদন তিনগুণ হয়েছে – ১৯৭১ সালের ৩.৫ মিলিয়ন টন থেকে বেড়ে এই বছর ১১ মিলিয়ন টনে উন্নীত হয়েছে৷

সেইসাথে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মতে, যদিও ১৯৭১ সাল থেকে চাষযোগ্য জমির পরিমাণ ২০ থেকে ৩০% কমে গেছে, কিন্তু গম, ভুট্টা, আলু, পেঁয়াজ ও অন্য সব কৃষি পণ্যের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে৷

জাতীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের বিশেষজ্ঞরা নতুন উদ্ভাবনাসমূহ, গরিব-বান্ধব নীতিমালা প্রণয়ন এবং কৃষকদের দৃঢ়সংকল্প ও কঠোর পরিশ্রমকে এই বিস্ময়কর প্রবৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করেছেন৷

দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলার মীর শাহাবুল হক সাবু বলেছেন, জমির লভ্যতা কমে যাওয়ার ফলে সৃষ্টি হওয়া চাপকে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে সহজ করে আনা হয়েছে৷

তিনি বলেন, “আমি আমার বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে ৫ বিঘা (১.৪ একর) জমি পেয়েছি এবং আমার ভাইয়ের কাছ থেকে আরো পাঁচ বিঘা নিয়েছি। একসাথে এই দশ বিঘা থেকে আমি এখন যে ফসল পাচ্ছি তা কয়েক বছর আগে আমি ২০ বিঘা থেকে সাধারণত যা পেতাম তার দ্বিগুণেরও বেশি।”

এক অনুকরণীয় দৃষ্টান্ত
প্রতিকূল পরিবেশের মধ্যে খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে এই উল্লেখযোগ্য সাফল্যের কারণে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো বাংলাদেশকে একটি অনুকরণীয় দৃষ্টান হিসেবে অন্য দেশগুলোর সামনে তুলে ধরছে৷

আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা সংস্থা (আইএফপিআরআই) বাংলাদেশ-এর প্রধান আখতার আহমেদ ঘোষণা করেছেন যে এই দেশটি দক্ষিণ এশিয়ার অন্য সব দেশের চাইতে এগিয়ে আছে৷

সাবু বলেন, “স্বাধীনতার পরে অন্যান্য ক্ষেত্রগুলোতে বাংলাদেশ যে অগ্রগতিই করে থাকুক না কেন, সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কৃষি উৎপাদনের ক্ষেত্রে। একই অবস্থায় থাকা অন্য দেশগুলো কী অর্জন করতে পারে সেই বিষয়ে এই দেশটি একটি উদাহরণস্বরূপ।”

এছাড়াও খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) অক্টোবরে প্রকাশিত তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেছে, এবং এই দেশটিকে অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে৷ এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে জলবায়ুর পরিবর্তন খাদ্য উৎপাদনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে৷

অর্থনৈতিক প্রভাব
কিছু কিছু বিশেষজ্ঞ বলেছেন যে, সম্ভবত জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকালের আগে ও পরে বাংলাদেশে যে বাড়তি বৃষ্টিপাত হচ্ছে তা দুই ধরনের ধান- আউশ ও আমনের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি অবদান রাখছে৷

তদুপরি, কিছু কিছু বিজ্ঞানী বলেছেন যে, জলবায়ু পরিবর্তন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন উৎপাদনের মৌসুমকে প্রলম্বিত করতে সাহায্য করেছে, যার ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে৷

অর্থনীতিবিদরা বলেছেন যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই সাফল্য গত তিন বছরে চাল ও অন্যান্য কৃষিজাত পণ্যের আমদানি কমিয়ে আনার মাধ্যমে দেশটির সার্বিক অর্থনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে৷

“২০১০ পর্যন্ত আমরা সাধারণত চাল আমদানির জন্য প্রতি বছর এক বিলিয়ন ডলার খরচ করতাম,” খবরকে বলেছেন খাদ্য মন্ত্রী আবদুর রাজ্জাক, যিনি ২১শে নভেম্বরে পদত্যাগ করেছেন৷ “কিন্তু সৌভাগ্যের বিষয় হলো গত তিন বছরে আমরা চাল আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি, যা আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, এবং আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছে”৷

কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়টি বাংলাদেশে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে, ২০০০ সাল থেকে দেশটি তার দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে এনেছে৷ বিশ্ব ব্যাংক এবং আইএফপিআরআই সহ অন্যান্য বড় বড় আন্তর্জাতিক সংগঠনগুলোর গবেষণায় এই সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়েছে৷

বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেইন খবরকে বলেন, “বিশ্ব ব্যাংক, আইএফপিআরআই এবং আমাদের নিজেদের গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই নয় বরং এর বাইরেও অনেক দেশের জন্য খাদ্য উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য সুস্পষ্টভাবে একটি উদাহরণ হয়ে আছে”৷ সূত্র: খবর দক্ষিণ এশিয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া