adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ভারত

image_57973_0ওয়াশিংটন: ভারত একটি গোপন স্থানে পরমাণু অস্ত্রের জন্য আরো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির উল্লেখ করে যুক্তরাষ্ট্রের একটি পরমাণু বিশেষজ্ঞ সংস্থা বুধবার একথা জানিয়েছে।পরমাণু অস্ত্র বিস্তার বিরোধী বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানায়, ভারত এর দক্ষিণাঞ্চলীয় নগরী মহীসূরের কাছে রেয়ার ম্যাটারিয়ালস প্ল্যান্টে দ্বিতীয় একটি গ্যাস সেন্ট্রিফিউজ সুবিধার কাজ সম্পন্ন করতে যাচ্ছে বলে মনে হয়।প্রতিষ্ঠানটি এপ্রিলে স্যাটেলাইট থেকে তোলা একটি ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, এই নতুন স্থাপনাটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ভারতের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারবে। এর ফলে দেশটি আরো শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরিসহ বিভিন্ন সামরিক উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারবে।সংস্থাটি আরো জানায়, ভারত ২০১০ সালে মহীসূরের কাছে আরেকটি সেন্ট্রিফিউজ কেন্দ্র তৈরির কাজ শুরু করে। ভারত তার পরমাণু স্থাপনাগুলো কড়া নিরাপত্তায় রাখে এবং এগুলো সম্পর্কে খুব সামান্য তথ্য প্রকাশ করে।

অবশ্য ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মহীসূর থেকে উৎপাদিত উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম দেশটির পরমাণু চালিত নতুন সাবমেরিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।তারা আরো জানান, ভারতের পরমাণু অস্ত্র কর্মসূচি ইউরেনিয়াম নয়, প্লুটোনিয়াম ভিত্তিক। ভারত ১৯৯৮ সালে সফলভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এর পরপরই পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালায়। পরমাণু শক্তিধর ইসরাইল, উত্তর কোরিয়া ও পাকিস্তানের মতো ভারতও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সহযোগিতা চুক্তির মাধ্যমে বিশ্বের সঙ্গে ভারতের বিচ্ছিন্নতার অবসান ঘটে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার উত্তরসূরি বারাক ওবামা এ ব্যাপারে একমত যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত একটি দায়িত্বশীল পরাশক্তি। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া