adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় বিশ্বকাপের জন্য যথেষ্ঠ প্রস্তুতি নয়

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বের দুই বাঘা দল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। হোম গ্রাউন্ডে এমন স্লো উইকেটে খেলায় লাভের চেয়ে ক্ষতি-ই বেশি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। এবার ওমান ও দুবাইয়ে বাড়তি চ্যালেঞ্জ সামলাতে হবে টাইগারদের। এসব মন্তব্য সাবেক ক্রিকেটার এবং কোচের। তাদের মতে, স্পোর্টিং উইকেট না হলেও অন্তত ব্যাটিংবান্ধব পরিবেশে প্রস্তুতি না হলে বিশ্বকাপে ভুগতে হবে মাহমুদ উল্লাহদের।

টি-টোয়েন্টি রীতিমত ধুন্ধুমার খেলা। বাউন্ডারী আর ছক্কা আছড়ে পড়বে বাউন্ডারিতে, এটাই ছিল সবার ধারণা। কিন্তু নিজেদের ফর্ম অফ ক্রিকেট খেলতে গিয়ে, ফরম্যাটটাকেই প্রায় ধ্বংস করে দিয়েছে বিসিবি। শেষ পাঁচ ম্যাচে একশ’র বেশি স্ট্রাইক রেটে মাত্র দুবার ব্যাট করতে পেরেছেন সাকিব আল হাসান। বাকি তিন ম্যাচেই তার অবস্থা ছিল তথৈবচ। সেটা যতটা না স্কিলের কারণে, তার চেয়ে অনেক বেশি বাজে উইকেটের কারণে। একই অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদেরও। দুবার তিনি আউট হয়েছেন কোনো রান না করেই। আর বাকি তিন ম্যাচে মাত্র একবার পার করতে পেরেছেন স্ট্রাইক রেটে একশ’র কোটা।

সৌম্য সরকারের ফর্ম নিয়ে আলাদা করে কথা বলাটা বোকামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচ ব্যাটিং করে নাঈম শেখও করতে পারেননি বিশেষ কিছু। এ অবস্থায় বিশ্বকাপে পরিণতি কী হতে পারে, তা নিয়ে ভীত ক্রিকেট বিশ্লেষকরা। সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেন, বিশ্বকাপের আগে এটাকে কোনোভাবেই ভালো প্রস্তুতি বলা যায় না। ব্যাটসম্যানরা রান পায়নি। বোলাররা যে ভালো করছে, সেটাও নিজেদের উইকেটে। দুবাইয়ে এই উইকেট থাকবে না, সেখানে তারা কীভাবে পরিস্থিতি সামলাবে, সেটাই ভাবনার বিষয়।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, বাংলাদেশ দলের জয়ের আত্মবিশ্বাস দরকার আছে সবাই মানছেন। কিন্তু ভঙ্গুর দুটি দলের (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড) বিরুদ্ধে সিরিজ জিতে যে ফেক কনফিডেন্স বেড়েছে ক্রিকেটারদের মাঝে, তাতে হিতে বিপরীত হবে ওমান ও দুবাইয়ে বিশ্বকাপের বাছাই আর মূল প্রতিযোগিতায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া