adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে সেন্সরবোর্ড ও এফডিসি ঘেরাও কর্মসূচি

Gur-ot20131124191153কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর চলচ্চিত্র `দি ডিরেক্টর` দীর্ঘ দিন ধরেই সেন্সরবোর্ড আটকে রেখেছে। আপিল করেও চলচ্চিত্রটির সেন্সর পাননি নির্মাতা। তিনি জানান কিছু অযৌক্তিক কারণে ছবিটি আটকে দেয় সেন্সর বোর্ড। ছবিটির কোন কর্তনও দেয়নি তারা। শুধু কিছু কারণ লিখে দিয়েছে। 

এদিকে ছবিটি মুক্তির জন্য `দি ডিরেক্টর মুক্তি আন্দোলন` নামে একটি প্লাটফর্ম তৈরি করেছেন কয়েকজন শিল্পরসিক মানুষ। যারা মুক্তমনা শিল্পচর্চা করতে চান। এবং তারা চান দ্রুত সরকার যেন `দি ডিরেক্টর` ছবিটি মুক্তি দেয়।  

শুরুতে এ আন্দোলনটা `দি ডিরেক্টর মুক্তি আন্দোলন` হলেও এখন আন্দোলনকারীরা সেন্সর প্রথা বাতিলেরও দাবি তুলছেন। এরই পরিপ্রেক্ষিতে শোনা যাচ্ছে আন্দোলনকারীরা শিগগিরই বিএফডিসি ও সেন্সরবোর্ড ঘেরাও কর্মসূচি দিতে যাচ্ছেন। 

এ বিষয়ে কথা হয় সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খানের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, ‘ছবিটি তো কারো একক সিদ্বান্তে আটকে দেওয়া হয়নি। সরকারের সেন্সর নিয়ম আছে। সে নিয়ম মেনেই ছবিটি আটকানো হয়েছে। এখন তারা যদি সরকারের সিদ্বান্ত না মানেন তাহলে তো আমাদের কিছুই করার নেই। আর ঘেরাও কর্মসূচি নিয়ে আমরা এখনও কিছু জানি না।’ 

কথা হয় বিএফডিসির মহাপরিচালক পীযূষ বন্দোপাধ্যায়ের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন ‘এ ধরনের কোন খবর এখনও পাইনি। তবে এফডিসিতো আর ‘দি ডিরেক্টর’ ছবিটি আটকে রাখেনি। এফডিসি কেন তারা ঘেরাও করবেন? সেন্সর বোর্ড ছবিটি আটকে রেখেছে। এ বিষয়ে তারা সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলতে পারেন।’ 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন বলেন ,`ঘেরাও কর্মসূচি বিষয়ে এখনো আমরা কিছু জানি না। তবে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা পরিচালক সমিতি মিটিং করে সিদ্বান্ত নিবো এবং তখন আমাদের অবস্থান আমরা জানাতে পারবো। আর যেহেতু আমি ছবিটি দেখিনি তাই এ ছবিটি কেন আটকে দিলো আমি জানি না। তবে শুনেছি এ ছবিতে নাকি নির্মাতাদের হেয় করা হয়েছে। আমি নিজে সেন্সর বোর্ডের একজন সদস্য হয়ে সেন্সর বোর্ড নিয়ে কথা বলাটা আমার এখতিয়ারে নেই।` 

দি ডিরেক্টর মুক্তি আন্দলন বিষয়ে কথা বলেন এ আন্দোলনের অন্যতম সদস্য কবি ব্রাত্য রাইসু। তিনি বাংলানিউজকে বলেন, ‘যারা এ ছবিটির মুক্তি চান তাদেরকে একত্রিত করার একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। যার নাম ‘দি ডিরেক্টর মুক্তি আন্দোলন’ আর আমরা কি চাই তা আন্দোলন শব্দটির মাঝেই আছে।’ 

ঘেরাও কর্মসূচি নিয়ে কথা হয় কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, `সিনেমার প্রতি মানুষের এই আবেগ এবং নীতিগত অবস্থান গ্রহণের আগ্রহ দেখে আমি অভিভূত। এর মধ্যদিয়ে যদি বাংলাদেশের সিনেমা জাঢ্য ভেঙে নতুন দিনের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, সেটা অনেক বড় ধরনের একটা প্রাপ্তি হবে আমাদের জন্য। আমি সেইদিনের পথ চেয়ে আছি, যেদিন সেন্সর বোর্ড আমাদের ছবি আর অযৌক্তিকভাবে আটকাবে না। দর্শক-জনতার জাগরণকে স্যালুট জানাই।`

খুব শিগগিরই ঘেরাও কর্মসূচির তারিখ ও সময় জানানো হবে বলে জানা যায় একটি সূত্র থেকে। 

উল্লেখ্য যে, ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড ছবিটি দেখে এবং এক লিখিত চিঠির মাধ্যমে পরিচালককে জানানো হয় ছবিটি প্রদর্শনের উপযোগী নয়। 

ছবিটি নিয়ে সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়, চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত, এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, একটি সাংস্কৃতিক পেশার গোষ্ঠিকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্র শিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায় এমনভাবে কাহিনী চিত্রায়ণ, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে এতে, নির্বিকারে মানুষ হত্যা, আইনহীনতা ও লাম্পট্য জীবন যাপনকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। 

‘দি ডিরেক্টর’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ , কামরুজ্জামান কামু প্রমূখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া