adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্পাসেই সমাপনী দিচ্ছে মনিপুর স্কুলের শিক্ষার্থীরা

image_63222_0ঢাকা: নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা দেয়ার নিয়ম না থাকলেও বুধবার মনিপুর স্কুলের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মনিপুর স্কুলেরই বিভিন্ন শাখায়।

বুধবার বেলা ১১টা থেকে এই স্কুলের রূপনগর, শেওরাপাড়া ও মনিপুর শাখায় বালিকাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা পরিদর্শনের এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন মনিপুর স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের কাছে জানতে চান, ‘শুধু মনিপুর স্কুলের শিক্ষার্থীদের একসঙ্গে পরীক্ষা নেয়া হচ্ছে, অন্য স্কুলেরও নয় কেন?’ কিন্তু এর জবাবে অধ্যক্ষ কিছুই বলেননি।

এসময় আরো উপস্থিত ছিলেন মনিপুর স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার।

পরীদর্শন শেষে মন্ত্রী বাংলামেইলকে বলেন, ‘এবার নিয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সমাপনী পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। ২৮ নভেম্বর পরীক্ষা শেষে আগামী ২৬ ডিসেম্বর সমাপনী পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।’

শীর্ষ স্থানে থাকা এই স্কুল থেকে সমাপনী পরীক্ষায় এ বছর অংশগ্রহণ করছে ২ হাজার ৮১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৩৭৯ জন ছাত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া