adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আম আর আমলকি এক নয়’ : সুরঞ্জিত

a32সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনয়ার্সে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত অংশগ্রহন করেন। সেখানে তিনি সর্বদলীয় মন্ত্রীসভা নিয়ে নানা রকম মন্তব্য হচ্ছে বলে যানান, মন্ত্রীসভায় থাকার জন্য অনেকে নানাভাবে তদবিরও করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
‘আম আর আমলকি এক নয়’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘বিএনপি ১৫ ফেব্রয়ারীর নির্বাচন করে ১৫ দিনও টিকতে পারেনি বলে আওয়ামী লীগও পারবে না এমন ধারণা ঠিক নয়। আম আর আমলকি এক হতে পারে না।’
নির্বাচনকালিন (সর্বদলীয়) মন্ত্রীসভা নিয়ে বিএনপির মন্তব্যের জাবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা কারো কাছে তামাশা, কারো কাছে ভরসা। কেউ এর বিরুদ্ধে মন্তব্য করছেন আবার কেউ মন্ত্রীসভায় পদ পাওয়ার জন্য তদবির করছেন। যারা শপথ নিবেন তাদের কাছে খবর চলে গেছে, তারা প্রস্তুত হচ্ছেন।’
তিনি বলেন, ‘এ মন্ত্রীসভা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনকালিন সময় হয়ে যাবে, দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে। খুব শীগ্রই নির্বাচনি তফশীল ঘোষণা করবে নির্বাচন কমিশন।’
আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আসা যাওয়া ও নানা ধুতিয়ালির মাধ্যমে দেশবাসি আশা করে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। এজন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ।’
 
মন্ত্রীত্ব পাচ্ছেন কিনা বা আপনাকে মন্ত্রীত্ব দেয়া হচ্ছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘চেনা বামনের পৈতা লাগে না।’
 
মানিল লন্ডারিং মামলায় তারেক রহমানকে নির্দোষ বলে বেকসুর খালাস দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘সবাইকে অবাক করে দিয়ে যে রায় আসলো, এটা কি ঠিক? একযাত্রায় দুফল। চুরি হয়েছে, মানিলন্ডারিং হয়েছে আবার অভিযুক্ত ব্যাক্তি নির্দোষ এটাও ঠিক? একজন দোষী আরেক নির্দোষ এটা কিভাবে হতে পারে?’
 
সুরঞ্জিত বলেন, ‘জনগণের প্রতিপক্ষ হওয়া কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উচিত নয়, এটা করেন উগ্রবামরা। তারা আগেও করেছেন। একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন করা যেমন আমাদের উপর দায়িত্ব বর্তায় তেমনি বিরোধী দলের উপরও এ বিষয়ে দায়িত্ব  রয়েছে। বিরোধী দল জনসম্পৃক্ত রাজনীতি করবেন না বিপক্ষে যাবেন এখন এটা তাদের ব্যাপার ।’
 
তিনি বলেন, ‘আমি নিজেও ভোট পাগল একজন মানুষ। ভোট হলে আমি নির্বাচনে দাঁড়াই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া