adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২১ অগাস্ট গ্রেনেড হামালা – দ্রুত বিচারেই ৭ বছর পার

1ডেস্ক রিপোর্ট : জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আলোচিত মামলাটির বিচার দ্রুত করতে দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও তা সাত বছরেও শেষ হয়নি।

২০০৮ সালে মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে যাওয়ার পর আইনি জটিলতায় একবার ফেরত এসেছিল। পরে আবার দ্রুতবিচারে যায় মামলাটি।

2004-08-22__front03১১ বছর আগের আলোড়ন তোলা ঘটনাটির হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলার বিচার এখন চলছে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে আদালতের বিশেষ এজলাসে বসে বুধবার ১৭৫ ও ১৭৬ নম্বর সাীর স্যা নিয়ে আগামী 3২৪ ও ২৫ অগাস্ট পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন তিনি।
মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে দাবি করে রাষ্ট্রপরে প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রতিবেদককে বলেন, আশা করেছিলাম, এই অগাস্টেই স্যা গ্রহণ
21-august-3-300শেষ করতে পারব। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে ন্যায়বিচার সমুন্নত রেখে যতটা সম্ভব তাড়াতাড়ি মামলার বিচার নিষ্পত্তির জন্য আমরা চেষ্টা করছি।
অন্যদিকে আসামি আব্দুস সালাম পিন্টুর আইনজীবী মোহাম্মদ আলী এই প্রতিবেদককে বলেন, সরকার পরে গাফিলতির কারণেই বিচার বিলম্ব হচ্ছে। নতুন করে তদন্ত করার নামে ধাপে ধাপে ২০০৯ সাল থেকে ২০১১ সাল পযন্ত তিন বছর সময় নিয়েছে তারা। তাছাড়া অনেক সাী আছেন, যাদের কোনো প্রয়োজন নেই, অথচ তাদের দিয়ে স্যা নেওয়ানো হচ্ছে।

নতুন করে তদন্ত এবং সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কারণে দেরির বিষয়টি স্বীকার করে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহ্হার আকন্দ প্রতিবেদককে বলেন, এখন বিচারিক কার্যক্রম বেশ দ্রুতই চলছে।

এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তাগিদ যেমন রয়েছে, তেমনি ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন সেদিনের হামলায় নিহত ২৪ জনের পরিবার এবং আহতরা।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সমাবেশে একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। বিকালে শেখ হাসিনা বক্তব্য শেষ করে নামার মুহূর্তে শুরু হয় গ্রেনেড হামলা। ১৩ থেকে ১৪টি গ্রেনেড সেদিন বিস্ফোরিত হয়েছিল বলে গোয়েন্দারা জানান।

হামলায় রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন, আহত হন অনেকে। ওেই হামলায় শেখ হাসিনার শ্রবণেন্দ্রীয়ও তিগ্রস্ত হয়।

ঘটনায় পরদিন ২২ অগাস্ট মতিঝিল থানায় পুলিশের উপপরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। থানা পুলিশ তদন্তের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। পরে সিআইডিকে যায় মামলাটি।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলে। জজ মিয়া নামে এক ভবঘুরেকে আসামি সাজিয়ে নানা কথা বলানো হয়, যা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়।

ততকালীন সিআইডির বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সি আতিকুর রহমান, এবং এএসপি আবদুর রশিদ- যারা মামলাটির তদন্ত করেছিলেন, তারা এখন আসামি হিসেবে বিচারের মুখোমুখি।

আর বিএনপি-জামায়াত আমলের তদন্ত কর্মকর্তাদের চোখে মামলার আসামি জজ মিয়া এখন এই মামলার সাী। তিনি স্যাও দিয়ে গেছেন আদালতে।

জরুরি অবস্থা জারির পর মতা নেওয়া তত্ত্বাবধায়ক সরকার নতুন করে তদন্তের নির্দেশ দেয়।

২০০৮ সালের ৯ জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির।

ওই বছরই মামলা দুটি বিচারের জন্য দ্রুত বিচার আদালতে পাঠানো হয়।

এরই মধ্যে ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর ২৫ জুন অধিকতর তদন্তের জন্য রাষ্ট্রপ আবেদন জানালে ৩ আগস্ট আদালত তা মঞ্জুর করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহ্হার আকন্দকে।

এই কর্মকর্তা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সচিব হারিছ চৌধুরী, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ আরও ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২০১১ সালের ২ জুলাই আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন।

অধিকতর তদন্তে গ্রেনেড হামলার সঙ্গে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনের সংশ্লিষ্টতাও খুঁজে পা কাহ্হার আকন্দ।

এতে বলা হয়, হাওয়া ভবনের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালীরা হুজিকে ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছিল এবং তাতে রাষ্ট্রীয় কয়েকটি সংস্থার কর্তাব্যক্তিদেরও যুক্ত করা হয়েছিল।

সম্পূরক অভিযোগপত্র দেওয়ার দুদিন পর পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা, খোদা বক্স চৌধুরী ও শহুদুল হক এবং ৬ জুলাই সিআইডির কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আবদুর রশিদ আদালতে আত্মসমর্পণ করেন।

সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, ২০০০ সালের জুলাই মাসের প্রথম দিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল সুপার মার্কেট সংলগ্ন একটি অফিসে গোপন বৈঠক করে শেখ হাসিনার সমাবেশে হামলার ষড়যন্ত্র হয়েছিল।

তৎকালীন উপমন্ত্রী সালাম পিন্টুর সহোদর মাওলানা তাজউদ্দিন এই পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিদের যুক্ত করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

২০০৪ সালের প্রথম দিকে বনানীর হাওয়া ভবনে তারেক রহমান ও হারিছ চৌধুরীর সঙ্গে বিশেষ বৈঠক করে জঙ্গিরা এবং এরপরেই ওই বছরের ২১ অগাস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।

আসামিরা –
মামলার মোট ৫২ জন আসামির মধ্যে তারেক রহমানসহ পলাতক রয়েছে ১৮ জন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক যুক্তরাজ্যে রয়েছেন সাত বছর ধরে। তাকে ফিরিয়ে আনার দাবি রয়েছে আওয়ামী লীগের। এই মামলায় জামিনে রয়েছেন আটজন। বাবর, মুজাহিদ, সালাম পিন্টুসহ ২৫ জন রয়েছেন কারাগারে।

পলাতক আসামিদের মধ্যে তারেক ছাড়া রয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এটিএম আমিন আহমদ, সাইফুল ইসলাম জোয়ার্দার, সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ, পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান ও ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিসি (পূর্ব) ওবায়দুর রহমান খানও রয়েছেন।

এছাড়াও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মাওলানা তাজউদ্দিন, মাওলানা মহিবুল মুত্তাকিন, আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন, মোহাম্মদ খলিল, জাহাঙ্গির আলম বদর, ইকবাল, মুফতি আবদুল হাই, মাওলানা লিটন ওরফে দেলোয়ার হোসেন ওরফে জোবায়ের, মুফতি শফিকুর রহমান, রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবু পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে মোরসালিন ও মুত্তাকিন ভারতে আটক রয়েছেন বলে মনে করা হয়।

বাবর, মুজাহিদ ও সালা পিন্টু ছাড়া কারাবন্দি আসামিরা হলেন- এনএসআইর সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, আবদুর রহিম, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান ওরফে আবুল কালাম ওরফে আবদুল মান্নান ওরফে মুফতি হান্নান, শাহাদাত উল্লাহ জুয়েল, শেখ আবদুস সালাম, আবদুল মাজেদ ভাট ওরফে ইউছুফ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম, মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর ওরফে আবু হুমাইয়া ওরফে পীর সাহেব, মাওলানা সাব্বির আহমেদ ওরফে আবদুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সায়ীদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গির আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামীম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন উদ্দিন ওরফে খাজা ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ, আরিফ হাসান সুমন ওরফে আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে শামীম ওরফে রাশেদ, মো. উজ্জল ওরফে রতন ও হাফেজ মাওলানা ইয়াহিয়া।

দীর্ঘদিন কারাগারে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন- খালেদা জিয়ার ভাগ্নে ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক আইজিপি শহুদুল হক, সাবেক আইজিপি খোদাবক্স, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমান, সাবেক এএসপি আবদুর রশিদ ও ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফ।-

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া