adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদকে ব্যঙ্গ করে গান

73321_1ডেস্ক রিপোর্ট : নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে টানা ৮৪ ঘণ্টা হরতালের শেষদিন বুধবারও সংসদ ভবন চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বিরোধী এমপিরা। তবে আজ পাঁচ নারী এমপিসহ ছয়জনের এই দল একটু ভিন্নতায় হরতাল কর্মসূচি পালন করেন। একমাত্র পুরুষ সদস্য নাজিম উদ্দিন আহমেদ একটি গান বেধে এনে তা গেয়ে শোনান। আর এই গানে গলা মেলান নারী এমপিরা।আরটিএনএন
 
সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে ব্যঙ্গাত্মক এই গানে এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঠাঁই পেয়েছে। গানটি এ রকম;
 
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এরশাদ গাইছেন- ‘দাদা আর যাব না ওই স্কুলেতে/ ওই স্কুলে গেলে আমার সম্মান বাঁচে না’। এরশাদের জবাবে শেখ হাসিনা বলছেন, ‘আসুন, আপনার দলের মন্ত্রিত্ব বাড়িয়ে দেব, রাষ্ট্রপতিও বানাব’। শেষ লাইনে এরশাদ বলছেন, ‘তুমি বিশ্বাস ঘাতকতা করেছ, তোমার সাথে বেহেস্তেও যাব না’।
 
এর আগে সকালে হরতাল সমর্থনে সংসদ ভবন এলাকায় মিছিল বের করে বিরোধী দলের এমপিরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ক্ষমতাসীন জোটের এই শীর্ষ দুই নেতাকে ব্যঙ্গ করে এমন গান গাওয়া হয়।
 
এ সময় উপিস্থত ছিলেন- সৈয়দা আশিফা আশরাফি পাপিয়, রাশেদা বেগম হিরা, শাম্মী আক্তার, নিলুফার ইয়াসমিন, রেহানা আক্তার রানু, হারুন অর রশীদ ও নাজিম উদ্দিন আহমেদ।
 
সমাবেশ বক্তৃতায় নাজিম উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা মন্ত্রীদের পদত্যাগ নিয়ে নাটক করেছেন। মন্ত্রীরা পদত্যাগ করার পরও তারা কিভাবে পতাকা নিয়ে এবং স্পেশাল সিকিউরিটি নিয়ে চলাফেরা করেন?’
 
তিনি বলেন, ‘আমি আশ্চর্য হয়ে যায়, হাসিনার চেয়ে বয়সে অনেক বড় সে মনোনয়ন কিনতে গিয়ে তার পা ছুয়ে ছালাম করে দোয়া চাচ্ছে দেখে।’
 
নাজিম উদ্দিন আহমেদের বক্তব্যের সময়-ই সমাবেশের সামনে দিয়ে পতাকাবাহী একটি গাড়ি সংসদে প্রবেশ করে। এ সময় বিরোধীদলীয় নারী এমপি শাম্মী আক্তার চিৎকার করে বলতে থাকেন, ‘কিরে সাবেক মন্ত্রী, আমার পতাকা নিয়ে কোথায় যাস্ত’
 
এ সময় তার সঙ্গে উপস্থিত সকল সংসদ সদস্য তাল মিলিয়ে একই শব্দে চিৎকার করে বলেন, ‘আমার পতাকা ফেরত দিয়ে যা, জনতা আজ জেগেছে।’
 
সমাবেশে পাপিয়া প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে বলেন, ‘ডিজিটাল ভাগনা তোমরা মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছ, মসজিদ ও ইসলামকে দলীয়করণ করেছ। আজ চোখের কান্নাকেও দলীয়করণ করলে।’
 
তিনি বলেন, ‘বিএনপি কোনো মানুষের জাত-ই না বল্লে। কিন্তু তোমরা যে চোখের কান্নাকে দলীয়করণ করছ, তাতে দেশের মানুষ মোমের মত গলে যাবে ভাবার কোনো কারণ নেই।’
 
পাপিয়া বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী-কন্যা এখনও চোখে ঝাপসা দেখছে। সরকার তার কোনো সন্ধান করেনি।’
 
তিনি আটক দলীয় নেতাকর্মীদের মুক্তির ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া