adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারকে হুশিয়ারি করলাে শিবির

sibir__126838নিজস্ব প্রতিবেদক : জঙ্গি তৎপরতার অভিযোগে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের শীর্ষ দুই নেতা। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে শিবিরের সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত এই হুঁশিয়ারি দেন।

দুই শিবির নেতা বলেন, ‘অন্যায়ভাবে ছাত্রশিবিরকে নিয়ে কোন হটকারী সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ নিলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।’

সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জামায়াতের ছাত্র সংগঠনটির নেতা-কর্মীদের সম্পৃক্ততার তথ্য প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, গত দুই বছরে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে যাদেরকে আটক করা হয়েছে তাদের বেশিরভাগই জামায়াত শিবিরের বর্তমান বা সাবেক কর্মী। পুলিশের কাছে বিষয়টি স্বীকারও করেছেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নানা জঙ্গি সংগঠনের সঙ্গে শিবির কর্মীরাও সম্পৃক্ত হয়ে নানা নাশকতায় জড়াচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সবশেষ বৈঠকে শিবির নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রীর এই তথ্যের প্রতিক্রিয়ায় শিবিরের প্রতিবাদলিপিতে বলা হয়, ‘কথায় কথায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের বাজে অভ্যাসে পরিণত হয়েছে।’ মন্ত্রীর বক্তব্যকে ‘সম্পূর্ণ দায়িত্বহীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ও বলেছে শিবির।

শিবিরের প্রতিবাদলিপিতে বলা হয়, ‘ জঙ্গিবাদের ধোঁয়া তুলে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।…ছাত্রশিবিরকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ছাড়া কিছু নয়। ’

শিবিরের দুই নেতা বলেন, ‘ছাত্রশিবির এদেশে হঠাৎ করে গজিয়ে উঠা কোন সংগঠন নয়। ছাত্রশিবির জন্ম লগ্ন থেকেই নিয়মতান্ত্রিক পন্থায় পথ চলছে। এ সংগঠন হাজারো মেধাবী ও সৎ নাগরীক উপহার দিয়েছে যারা দেশে উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা পালন করছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে ছাত্রশিবির মুক্ত। বরং সামর্থ অনুযায়ী সব সময় জনকল্যাণে কাজ করে ছাত্রশিবির। যার সাক্ষী এদেশের জনগণ।’

শিবিরের দুই নেতা বলেন, জঙ্গিবাদের অভিযোগে কোনো সংগঠনকে নিষিদ্ধ করলে প্রথমেই নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে। শিবিরের দাবি, ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ‘দেশবাসী স্বস্তির নি:শাস ফেলবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে আসবে।’ বলেও হুঁশিয়রি দেন শিবিরের দুই নেতা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া