adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২ হাজার ৩৫ কোটি টাকার আয়কর আদায়

nbrr1442930072নিজস্ব প্রতিবেদক : সপ্তাহব্যাপী আয়কর মেলা মঙ্গলবার শেষ হলো। মেলায় রেকর্ড ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এবার ২০১৪ সালের আয়কর মেলার চেয়ে ৩৬০ কোটি ৩২ লাখ টাকা বেশি আয়কর আদায় হয়েছে। গত বছর মেলায় রাজস্ব আদায় হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকা।
মেলায় সাত দিনে কর সেবা নিয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন করদাতা।  রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৬১ হাজার ৬০ জন।
 
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে সাত দিনব্যাপী আয়কর মেলা শেষে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য জানান।
 
মেলার সপ্তম দিনে আয়কর আদায় হয়েছে ৩৯৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ১৩২ টাকা। এই দিনে কর সেবা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮৫ জন করদাতা। আয়কর রির্টার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ২০৫ জন। ২০১৪ সালের আয়কর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১ লাখ ৪৯ হাজার ৩০৯টি। কর সেবা দেওয়া হয়েছিল ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতাকে।
 
ষষ্ঠ দিন (সোমবার) মোট আয়কর আদায় হয়েছিল ৩০২ কোটি ২০ লাখ টাকা। এদিন কর সেবা দেওয়া হয় ১ লাখ ১৬ হাজার ৪৩০ জন করদাতাকে।রিটার্ন দাখিল করেন ২৪ হাজার ৭৪৯ জন করদাতা।
 
বিকেলে এনবিআর সদস্য (আয়কর) আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
ঢাকা ও সাতটি বিভাগসহ ১৫টি জেলা, ১৫টি উপজেলায় আয়কর মেলা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া