adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কানাডায় খুন ৪ হাজার আদিবাসী নারী

news_imgআন্তর্জাতিক ডেস্ক : কানাডার  ৪ হাজারের বেশি আদিবাসী নারী খুন বা নিখোঁজ রয়েছেন বলে  নিশ্চিত করেছে দেশটিরি সরকার। পূর্বে ১ হাজার ২০০ জন বা তার চেয়ে কিছু বেশি নারী খুন বা নিখোঁজ হবার কথা বলা হয়েছিল। খবর বিবিসির।

আদিবাসী মন্ত্রীর ক্যারোলিন বেনিত জানিয়েছেন, সরকারিভাবে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় মূল প্রচারণা চালানোর অঙ্গীকার করেছেন।

নারীর অবস্থা বিষয় কানাডার মন্ত্রী প্যাটি হাজডু মঙ্গলবার জানিয়েছেন, নিখোঁজ বা খুন হওয়া নারীদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ৪ হাজারের বেশি হবে।

নেটিভ ওমেন্স অ্যাসোসিয়েশন অফ কানাডা (এনডব্লিউএসি) জানিয়েছে, প্রায় ৪ হাজার নারী নিখোঁজ বা খুন হয়েছে।

এদিকে ২০১৪ সালে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রকাশিত তথ্য মতে, ১৯৮০ থেকে ২০১২ সাল পর্যন্ত ১ হাজার ২০০ নারী নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বরে এক আদিবাসী মেয়েকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে। এ ঘটনায় দেশটিতে ব্যাপক হৈচৈ সৃষ্টি হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া