adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুলিশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে না’

2016_03_01_14_36_41_htjSjGRxviX2iz8QpUfnzww0i9Yyo7_originalনিজস্ব প্রতিবেদক : ভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য চেয়ে বাড়ি মালিকদের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যে নির্দেশনা দিয়েছে তা বন্ধ করতে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশটি পাঠিয়েছেন। তিনি বলেছেন পুলিশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অধিকার রাখে না।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা-পরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে নোটিসে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নোটিসকারী আইনজীবী। 

আজ ১ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় ডাকযোগে সরকারকে এ নোটিশ প্রেরণ করা হয়। এ বিষয়ে ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া বলেন, ‘পুলিশ এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে না। এসব তথ্য সংরক্ষণের কোনো বিধান বাংলাদেশে নেই। পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে এ আশংকায় আমি আইনি পদক্ষেপ নিয়েছি।’

নোটিশে বলা হয়, ব্যাংক একাউন্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরির সময় কিছু তথ্য দিতে হয়। কিন্তু সেখানে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ রয়েছে। কিন্তু নাগরিকদের ব্যক্তিগত তথ্য পুলিশের নেয়ার কোনো আইন নেই। ফৌজদারি কার্যবিধি মোতাবেক শুধুমাত্র কোনো আদালত চাইলে তথ্য দিতে হয়। পুলিশের এসব তথ্য সংগ্রহ ব্যক্তিগত গোপনীয়তা অপরাধ ভঙ্গের পর্যায়ে পড়ে। যেহেতু দেশে তথ্য সংরক্ষণের আইন নেই ফলে এসব তথ্যর অপব্যবহারের আশংকা রয়েছে। পুলিশের কাছে এসব তথ্য থাকা বিপজ্জনক।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া