adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের প্রতি আরও নিষ্ঠুর হওয়ার ঘোষণা র‌্যাব ডিজির

ডেস্ক রিপোর্ট : দেশে যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের প্রতি আরও নিষ্ঠুর হওয়ার ঘোষণা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বলেছেন, ‘দেশে তাদের কোনো প্রয়োজন নেই। আমাদের সমাজ থেকে এই কুলাঙ্গারদের সর্বাংশে ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে। যদি আমরা সুষ্ঠু সমাজ গঠন করতে চাই তাহলে মাদক নির্মূল করতেই হবে।’

শনিবার বিকালে গোপালগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন র‌্যাব প্রধান। শহরের মোহাম্মদপাড়ায় ‘সোনালী স্বপ্ন একাডেমী’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদ-সন্ত্রাস, মাদক ও দুর্নীতির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে ৭০ থেকে ৮০ লাখ লোক নিয়মিত মাদকসেবন করে। এতে আমাদের এক লাখ কোটি টাকা খরচ হয়। আমরা এক বছরে এক লাখ কোটি টাকা বিনা কারণে খরচ করছি, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

মাদকসেবীদের ব্যাপারে র‌্যাব ডিজি বলেন, ‘মাদকসেবীদের পরিবার থেকে আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে হবে। তারপরও সম্ভব না হলে তাদের চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে।’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘যারা ইসলামের দোহাই দিয়ে জঙ্গিবাদের মাধ্যমে খুন, রক্তপাত ও হত্যা করতে চায়, তারা কোনো দিনই মুসলমান হতে পারবে না। এরা ইসলামের দুশমন। আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র আছে, এরা হচ্ছে ওই ষড়যন্ত্রকারীদের অংশ।’

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বেনজীর বলেন, ‘আগামী ১৫ বছর পর আমরা উন্নত দেশের কাছাকাছি চলে যাবো। এসব শিক্ষার্থী তখন কর্মজীবনে প্রবেশ করবে। তখন তাদের বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মজীবনে প্রবেশ করতে হবে। তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো করে প্রস্তুত করতে হবে। তা না হলে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে।’

সোনালী স্বপ্ন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া