adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঋতুপর্ণার সংগ্রামী জীবন

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন ছবির কাজ শুরু করছেন তিনি। নাম ‘বিদ্রোহিনী’। পরিচালনায় সন্দীপ চৌধুরী।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজের সুযোগ হয়নি। তাইতো তার ছেলের সঙ্গে কাজ করে শূন্যতা পূরণ করতে চাই। বিদ্রোহিনী দারুণ একটি ছবি। গল্পটি শক্তিশালী। ছবিটি একজন নারীর ঘর এবং বাইরের রিপোর্ট তুলে ধরা হয়েছে।
জানা গেছে, ছবিতে ঋতুপর্ণা একজন আইপিএস অফিসারের ভূমিকায় রয়েছেন। যেখানে দেখা যাবে নিজের বোনের ধর্ষকদের ধরার জন্য লড়াই করবেন এই অভিনেত্রী।

এদিকে ঋতুপর্ণার ‘আহারে’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার বিপরীতে আছেন বাংলাদেশের আরিফিন শুভ। এর আগে তাদের বাংলাদেশের ‘একটি সিনেমার গল্প’ ছবিতে দেখা যায়।

‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক হয়। সেটি ১৯৯৫ সালে কথা। ছবিতে সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে।
এরপর সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা।
ঋতুপর্ণ ঘোষের দহন (১৯৯৭), উৎসব (২০০০), অপর্ণা সেনের পারমিতার একদিন (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান (২০০২) ছবিতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে।
এছাড়া ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতা নারীর চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া