adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া বললেন -সংসদে না থেকেও বিরোধীদলে থাকা যায়

নিজস্ব প্রতিবেদক : নাইকো মামলায় চার্জ গঠনের শুনানীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সংসদে না থেকেও জনগণের সমর্থনে বিরোধী দলে থাকা যায়। মামলার আসামী ব্যারিস্টার মওদূদ আহমেদ শুনানীতে বলেছিলেন, বলতে কষ্ট হয়, আমার বিরোধীদলে থাকায় এ মামলা দায়ের করা হয়েছিল। এ সময় পাশে থাকা কয়েকজন আইনজীবি বলেন, বিএনপি বিরোধীদলেও নেই। তাদের এ বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন।

আজ রোববার পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানী গ্রহণ করেন। এ মামলার পরবর্তী শুনানীর জন্য আগামী ২১শে জানুয়ারী দিন ধার্য করা হয়েছে।
শুনানী শেষে দুপুর ১টা ৫৩ মিনিটে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া