adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘এ্যাকাউন্টেন্টরা শুধু হিসাবে নয়, অর্থনীতিতেও ভূমিকা রাখেন’

icmab-(1)ডেস্ক রিপোর্ট : পেশাদার এ্যাকাউন্টেন্টরা শুধুমাত্র হিসাবের ক্ষেত্রে নয়, তারা অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে নিরীক্ষা ও হিসাবের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অনুসরণ করা হচ্ছে। সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্টেন্টসের (সাফা) সভাপতি অর্জুনা হেরাথ রাজধানীর সোনারগাঁও হোটেলে রবিবার সন্ধ্যায় সাফা আন্তর্জাতিক কনফারেন্স ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
দ্ইু দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
কনফারেন্সে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘পেশাদার হিসাবধারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা ও দক্ষ করপোরেট ব্যবস্থাপনায় তারা দক্ষতার প্রমাণ দিচ্ছেন।’
আমির হোসেন আমু আরও বলেন, ‘উন্নয়ন ও স্বচ্ছতা একই সূত্রে গাঁথা। কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এই বাস্তবতা বিবেচনা করে আমাদের বিভিন্ন আর্থিক ও নীতি সংস্কারের উদ্যোগ নিতে হবে।’
আইসিএমএবি-র প্রেসিডেন্ট এ.এস.এম. শায়খুল ইসলাম বলেন, ‘একা একা বা বর্ডার ঠিক রেখে অর্থনীতির উন্নয়ন করা যায় না। এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। যা বাস্তবায়নে সাফা কাজ করে যাচ্ছে।’
শায়খুল ইসলাম আরও বলেন, ‘পেশাদার এ্যাকাউন্টেন্টরা নিয়োজিত কোম্পানির সাথে সাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। এ ছাড়া পেশাদার এ্যাকাউন্টেন্টরা জনগণের আগ্রহকে বিবেচনা করে কাজ করে থাকেন। আর পেশাদার এ্যাকাউন্টেন্টদের দক্ষতার কারণে কোম্পানির মালিকরা সন্তুষ্ট থাকেন।’
আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম বলেন, ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ্যাক্ট দেশের ফাইন্যান্স খাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স পরিপালনে বাধ্যবাধকতাও ইতিবাচক ভূমিকা রাখবে।’
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘সরকার উন্নয়ন করতে চায়। এই উন্নয়নের ধারাবাহকিতায় দেশ নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।’
কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, গেস্ট অব অনার হিসেবে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, আইসিএমএবি’র সেক্রেটারি আব্দুর রহমান খান প্রমুখ । সাফা কনফারেন্সের সভাপতিত্ব করেন সাফা সভাপতি অর্জুনা হেরাথ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া