adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিচারকের স্ত্রী-সন্তানকে গুলি নিরাপত্তারক্ষীর (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ে এক বিচারকের ব্যক্তিগত দেহরক্ষী তার স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলেকে গুলি করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে সেক্টর ৪৯ এলাকার আর্কেডিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন অতিরিক্ত দায়রা জজ কৃষাণ কান্ত শর্মার স্ত্রী ও ছেলে। সেখানেই এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক। তবে তার স্ত্রী বিপদমুক্ত।

নিরাপত্তারক্ষী প্রথমে বিচারকের ৩৮ বছর বয়সী স্ত্রী ঋতুকে গুলি করেন, তারপর ছেলে ধ্রুবকে গুলি করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হন। পরে তাদের রাস্তায় ফেলে গাড়িতে করে পালিয়ে যায় ওই নিরাপত্তারক্ষী। একজন প্রত্যক্ষদর্শী তার মোবাইল ফোনে এই ঘটনার দৃশ্য ধারণ করেছেন।

পালিয়ে যাওয়ার সময় বিচারককে ফোন করে তার স্ত্রী ও সন্তানকে গুলি করার খবর জানায় ওই নিরাপত্তারক্ষী।

নিরাপত্তারক্ষী মহিপাল সিং গত দুই বছর ধরে বিচারকের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গুলি করার পর মহিপাল নিকটবর্তী থানায় যায় এবং সেখানে গিয়ে আরও গুলি করে পালিয়ে যায়। পুলিশ স্টেশনের হাউস কর্মকর্তাকে তাকে ধরার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে ফরিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিপাল বিষণ্ণতায় ভুগছিলেন। বিচারপতির পরিবারের সদস্যদের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

https://www.youtube.com/watch?v=Hp-6KtIx0L0

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া