adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেভিড ওয়ার্নারের টানা তৃতীয় সেঞ্চুরি

DAVIDস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্রই ইনজুরি থেকে ফেরা এই হার্ডহিটার ব্যাটসম্যান টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করে এই অনন্য রেকর্ড গড়লেন। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার পর পার্থের ওয়াকা গ্রাউন্ডের বাউন্সি পিচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।

শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিন মার্ক ক্রেইগের করা ৪২তম ওভারের পঞ্চম বলে মিড-উইকেট দিয়ে দারুণ এক চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করতে ১২৩ বল খেলেন তিনি। ১২টি চারের সাহায্যে ওয়ার্নার সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে ব্রিসবেন টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৬৩ ও ১১৬ রানের দুটি দারুণ ইনিংস খেলেন এই বাঁ-হাতি ওপেনার।

এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়ের ডেভিড ওয়ার্নার। এর আগে গত বছরের মার্চে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৩৫ ও ১৪৫ রান করার পর পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানের দারুণ এক ইনিংস উপহার দেন এই অসি ওপেনার।

তবে টানা টেস্ট সেঞ্চুরির বিশ্বরেকর্ড থেকে এখনো অনেক দূরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা স্যার এভারটন উইকস টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডটি নিজের দখলে রেখেছেন। ১৯৪৮ সালে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেন এই সাবেক কিংবদন্তী ক্রিকেটার।

টেস্টে টানা চার ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি রয়েছেন ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চার ইনিংসেই সেঞ্চুরি করেন ‘দ্য ওয়াল’। এই তালিকায় দ্রাবিড়ের সঙ্গে রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফিলিংটন ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অ্যালান ম্যালভিলে।

অবশ্য টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি রয়েছে অনেকেরই। এই তালিকায় ডন ব্রাডম্যান, গর্ডন গ্রিনিজ, সুনিল গাভাস্কার, গ্রাহাম গুচ, জহির আব্বাস, মুদাসসর নজর, মোহাম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও মিসবাহ-উল-হকের মতো তারকারা রয়েছেন। এদের মধ্যে একমাত্র কুমার সাঙ্গাকারা তিনবার টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া