adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কানাডার টরোন্টোতে পথচারীদের ওপর গাড়ি – ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরোন্টোতে পথচারীদের ভিড়ে গাড়ি চালিয়ে অন্তত দশজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। সোমবার দুপুরে ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন হামলাকারী তরুণ অ্যালেক মিনাসিয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনাকে মর্মান্তিক এবং এক কাণ্ডজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে হতাহতের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এদিকে বিবিসির খবরে বলা হয়, হামলাকারী সন্দেহে অ্যালেক মিনাসিয়ান নাম একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। হামলার পর কয়েকটি স্ট্রিট দূর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টরোন্টোর পুলিশ বিভাগের প্রধান মার্ক সন্ডার্স বলেন, ঘটনার ধরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটি কোনো দুর্ঘটনা নয়। ইচ্ছাকৃতভাবেই পথচারীদের ওপর ভ্যান তুলে দেওয়া হয়েছিল।’

এই ঘটনাকে ‘হামলা’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘টরোন্টোর অন্যতম ব্যস্ত সড়কে ঘটনাটি ঘটেছে। ফলে হতাহতের মধ্যে প্রায় সবাই পথচারী। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া